সোমবার, ২৬ মে ২০২৫, ১০:২৩ পূর্বাহ্ন
সাতক্ষীরা প্রতিনিধি:
অবৈধভাবে সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় বিজিবির হাতে আটক হয়েছে মানিক উদ্দীন(৩৪)নামে এক বাংলাদেশী নাগরিক ।রবিবার সকাল সাড়ে ১১টার দিকে তাকে সাতক্ষীরা জেলার কাকডাঙ্গা সীমান্ত এলাকা থেকে আটক করা হয়। আটক হওয়া যুবকের বাড়ি চট্রগ্রাম জেলার গামরিয়াতলা এলাকায়।
সাতক্ষীরা -৩৩ব্যাটেলিয়নের বিজিবির অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক জানান, ধৃত যুবকের বাড়ি চট্রগ্রাম জেলায় ।সে চলতি বছরের মে মাসে বেনাপোল সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। রবিবার সকালে মানিক উদ্দিন ভারত থেকে সোনাই নদী পাড় হয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে কাকডাঙ্গা সীমান্তের বিজিবির সদস্য তাকে আটক করে।এ ব্যাপারে ধৃত যুবককে কলারোয়া থানায় হস্তান্তর করে বিজিবির পক্ষ থেকে আইনগত ব্যাবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।