সোমবার, ২৬ মে ২০২৫, ০৯:৫৪ পূর্বাহ্ন
রিপোর্ট -রাজু আহমেদ।
শ্যামনগর থানাধীন কালিগঞ্জ-ঈশ্বরীপুর রাস্তার পার্শ্বে নকিপুর বাজারস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের রাস্তার পূর্ব পাশে আমাদের রেকর্ডিয় ও বসতভিটা। যার বর্তমান সেটেলমেন্ট জরিপে ডিপি ২২৩ নং খতিয়ান ও হাল দাগ ১৮৩, এসএস খতিয়ান- ৫৭৭, দাগ নং- ৭৮, ৭৯ আমাদের ভিটাবাড়ি অবস্থিত। আমার বাড়ির সামনে সাতক্ষীরা জেলা পরিষদের রাস্তা সংলগ্ন জায়গা আমি ও আমার পরিবার ১৯৯০ সাল হতে ২০১৫ সাল পর্যন্ত ১৭৮/২০০৬, ০৭ কেসের জায়গায় রজস্ব পরিশোধ করিয়া আসছিলাম। সেখানে দোকানঘর নির্মান করে শান্তিপূর্ন ব্যবসা করে আসছিলাম। যা বর্তমান এখনো দোকানঘর বিদ্যমান ও দখলে আছে। অথচ ২০১৬ সালে শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও স্থানীয় এমপি স.ম জগলুল হায়দারের রাজনৈতিক ও ক্ষমতার প্রভাব খাটিয়ে আমার রেকর্ডিয় ও ভিটার সামনে দোকানগুলো জবরদখল করে নিয়েছিলেন সাবেক এমপির সহোদর ভাই ১। স.ম কামরুল হায়দার, ২। এপিএস মোঃ আশরাফ আলী, ৩। শ্যামনগর সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জি.এম আকবর কবীর, ৪। সাবেক এমপির গাড়ি চালক মেহেদী হাসান, ৫। উপজেলা কৃষকলীগের সেক্রেটারী আনিছুর রহমান, ৬। আনছার আলীর পুত্র মিজানুর রহমান। এতে আমি ও আমার পরিবার ভিষন ক্ষতিগ্রস্থ হই যা আপনারা বাজারের দোকানমালিকগণ ও বাজার কমিটি সহ সাধারন মানুষ অবগত ছিলেন। পরবর্তীতে দেশ রাজনৈতিক প্রভাবমুক্ত হওয়ায় এবং আইনের সু- শাসন চালু হওয়ায় বর্তমান দোকানগুলো আমার দখলে রয়েছে। বিগত ২৩/০৯/২০২৪ ইং তারিখে সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা পরিষদের নির্বাহী মহোদয়ের নিকট পুনরায় ১৭৮/২০০৬, ০৭ কেসের ১০০/১০ বর্গফুট জায়গায় পুনরায় ইজারা নবায়ন পেতে আবেদন করেছি। বর্তমানে উক্ত নবায়ন পেতে আপনাদের লেখনির মাধ্যমে যথাযথ প্রশাসনের দৃষ্টিগোচর করতে অনুরোধ করছি।
উপরোক্ত সংবাদ সম্মেলন এর লিখিত বক্তব্য পাঠ করেন মোহাম্মদ সাইফুল ইসলাম।