বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ০২:৪০ পূর্বাহ্ন
ভয়েস অব সুন্দরবন স্টাফ রিপোটার রাইসুল মিথুন।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ মেহেতি হাসান এর বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে শ্যামনগরের কর্মরত সাংবাদিকবৃন্দ।
বিদায়ের আগ মুহুর্তে অফিসার ইনচার্জ মেহেদি হাসান বলেন,খুবই অল্প সময়ে আপনাদের সহযোগিতায় এ উপজেলায় নির্বিঘ্নে সরকারী আইনের মধ্যে কাজ শুরু করেছিলাম,তিনি আরো বলেন,শ্যামনগরের মানুষ এতো ভালো আগে কখনও ভাবতে পারেনি।
কাজের সুবাদে আমি বার টি ইউনিয়নের মধ্যে ইতিমধ্যে দশ টি ইউনিয়নে গিয়েছি,আমি অবাক হয়েছি ওই সমস্ত ইউনিয়নের প্রত্যেকটি মানুষ আমাকে সহযোগিতা করেছে। অল্প দিনে শ্যামনগরের মানুষের যে সহযোগিতা পেয়েছি সেটা কখনও ভোলার নয়।
এরপরও কাজ করতে গেলে ভুল হবে, আমি কাজ করতে যেয়ে যদি কোন ভুল করে থাকি তাহলে আপনাদের মাধ্যমে সকলের কাছে ক্ষমা চাচ্ছি, আপনারা আমার জন্য দোআ করবেন।
এ সময় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক সামিউল আযম মনিরের নেতৃত্বে এক যাক সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সাংবাদিক নেতা সামিউল আযম মনির বলেন,আপনার কাজে আমরা মুগ্ধ,আপনাকে কাজ করতে আমার সাংবাদিকরা সর্বাত্বক সহযোগিতা করার চেষ্টা করেছে। আপনার জন্য আমাদের পক্ষ থেকে অফুরন্ত দোয়া ও ভালোবাসা থাকবে,আপনি ও আমাদের জন্য দোয়া করবেন।
এতক্ষণ ভয়েস অব সুন্দরবন এর নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ।