বুধবার, ২৮ মে ২০২৫, ১২:১৭ পূর্বাহ্ন

শিরোনাম:
ভুমি উন্নয়ন সেবা মানুষের দৌড় গোড়ায় পৌছে দিতে চাই – ইউএনও মোছাঃ রনি খাতুন শ্যামনগরে সৌদি প্রবাসীর স্ত্রীর উপর হামলার অভিযোগ অতি স্বচ্ছতার সাথে নতুনভাবে পূনঃ নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশের আবেদন  নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে চাঁদাবাজি ভূয়া সাংবাদিক সহ আটক তিন শ্যামনগরের কলবাড়ি বাজারে বিএনপি নেতা বাপ্পির দখলবাজি, তিন দোকানে জোরপূর্বক তালা আমার ভীষণ মন খারাপ লাগছে — ইউএনও মোছাঃ রনি খাতুন বদলী হওয়ার পাঁচ মাসের মধ্যে সেই  জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী মোঃ মফিজুর রহমান সদর উপ‌জেলায় যোগদান শ্যামনগরে খ্যাগড়াদানা কিশোর সংঘের উদ্যোগে ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত। দুর্নীতিতে সেরা  জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান এখনও বহাল তবিয়্যাতে শ্যামনগরের ইউএনওর হস্তক্ষেপে অবশেষে জনসাধারণ ফিরে এলো ঝাপার খালটি
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

গাবুরা অগ্নিবীনা যুব সংঘের আয়োজনে গ্রাম বাংলার আকার্ষনিয় হা ডু ডু প্রতিযোগীতা অনুষ্ঠিত

ফয়জুল্লাহ গাবুরা।
Update Time : বুধবার, ২৮ মে ২০২৫, ১২:১৭ পূর্বাহ্ন

 

স্টাফ রিপোর্টার।

গাবুরা ২ নং ওয়ার্ড অগ্নিবীণা যুব সংঘের আয়োজনে শনিবার বিকেলে এক হা ডু ডু প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। হা ডু ডু খেলায় সুন্দরবন একতা যুব সংঘ এবং গাবুরা অগ্নিবীণা যুব সংঘ অংশগ্রহণ করে। খেলায় মানুষের সরব উপস্থিতে আনন্দঘন মুহূর্ত বিরাজ করে খেলাটি উভয় পক্ষের সমর্থকদের উত্তেজনা ও আনন্দঘন অবস্হার মধ্যে দিয়ে শেষ হয়,খেলার মধ্যে সুন্দরবন একতা যুবসংঘের খেলোয়াড় আব্দুল মোমিন কিছুটা অসুস্হ হলেও স্হানিয় চিকিৎসকের মাধ্যমে প্রাথমিক চিকিৎসায় সুস্হ হন।উক্ত প্রতিযোগিতায় হাড্ডা হাড্ডি লড়াইয়ের এক পর্যায়ে গাবুরা সুন্দরবন একতা যুব সংঘ বিজয়ী হয়,বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধী সমাজ।