সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০২:০৩ অপরাহ্ন

শিরোনাম:
গুরুতর অসুস্থ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল। তারনীপুর, ভেটখালী এলাকার পানি নিষ্কাষনের জন্য ঝুরঝুরি ও হীমখালী খালের সংযোগ স্থলে কালভার্ট নির্মানের জন্য মানববন্ধন অনুষ্ঠিত। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় শ্যামনগর উপজেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত তারনীপুর–ভেটখালী এলাকায় পানি নিষ্কাশনের ও কালভার্ট দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত শ্যামনগরে কিশোরীর জলবায়ু সহনশীল ভবিষ্যৎ প্রকল্পে SRHR অ্যাক্সেস নিশ্চিতকরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে  শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবী এসোসিয়েশনের কমিটি গঠন- সভাপতি সাইফুদ্দিন, সম্পাদক নাঈম শ্যামনগরে জাতীয় প্রানি সম্পদ সপ্তাহ ২০২৫ উপলক্ষে প্রানি সম্পদ প্রদর্দশনীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে  যাদবপুর উত্তর ফুলবাড়িয়া সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসায় শিক্ষক ও অফিস সহকারীর বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত সাতক্ষীরা-৪ আসনে মনোনয়নের দাবিতে সাবেক উপজেলা বিএনপির সভাপতি বর্ষিয়ন জননেতা মাষ্টার আব্দুল ওয়াহেদের সমর্থনে ধারা বাহিক ভাবে চলছে বিক্ষোভ সমাবেশ , শ্যামনগরে সাতক্ষীরা-ভেটখালী মহাসড়ক ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে মানববন্ধন
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

শ্যামনগর প্রেসক্লাবে বিএনপি নেতা জরুল হক আপপু ভূমিদস্যু মোকছেদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

এমডি রাজু আহমেদ
Update Time : সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০২:০৩ অপরাহ্ন

 

 

স্টাফ রিপোর্টার এমডি রাজু আহমেদ

 

সালাম ও শুভেচ্ছা মহন করল। আমি মোঃ জহুরুল হক আন্তু, পিতা- মৃত চামছুদ্দীন গাজী, মাতা- গোলজান বিবি, সাং+পোঃ সফিপুর, থানা- শ্যামনগর, জেলা- সাতক্ষীরা। আমি স্ব-শরীরে উপস্থিত থাকিয়া লিখিত সংবাদ সম্মেলন পোর করিতেছি যে, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শ্যামনগর উপজেলা শাখার “যুব বিষয়ক সম্পাদক” এবং শ্যামনগর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও সাবেক যুব দলের সিনিয়র যুগ্ম আহবায়ক। বিগত আওয়ামী শাসন আমলে আমি আওয়ামী লীগের নেতাকর্মীদের দ্বারা বার বার হামলা করা হয়েছে এবং একাধিক গায়েবী ও মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। তাহা ছাড়া আমি একাধিকবার কারা বরনের শিকার হয়েছি। অত্র শ্যামনগর থানাধীন নকিপুর গ্রামের মৃত ছকিমুদ্দীন গাজীর পুত্র মোঃ মোকছেদ আলী এলাকার কুখ্যাত ভূমিদস্য হিসাবে চিহ্নিত। আওয়ামী লীগের সাবেক সংসদ এস.এম, জগলুল হায়দারের মদদপুষ্ট চিহ্নিত চাঁদাবাজ, সন্ত্রাসী, মাদকসেবী ভূমিদস্যু মোকছেদের পুত্র রহমত আলী এলাকায় এমন কোন অপরাধ ছিল না সে গুলো সে করেনি। রহমতের পিতা মোকছেদ সাবেক এমপির নাম ভাঙ্গিয়ে একাধিক মানুষের কাছ থেকে জমি বরাদ্দ দেওয়া সহ সরকারি অনুদান দেওয়ার নাম করে লক্ষ লক্ষ হাতিয়ে নিয়েছে। ইতিপূর্বে মোকছেদ আলী প্রতারনা মামলায় জেল হাজত খেটে কিছু পূর্বে বের হয়েছে।

 

ভূমিহীণ মোকছেদের সাথে স্থানীয় আওয়ামী লীগের নেতা মেহেদী হাসান মারুফ সহ মারুফের পিতা সুজা উদ্দীন গাজীর সঙ্গে নকিপুর গ্রামস্থ ভূমিহীন পল্লীতে জায়গা জমি সংক্রান্ত বিরোধ চলমান আছে। শ্যামনগর সুশীল সমাজ সবাই অবগত আছে।

 

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত ৫ই আগষ্ট আওয়ামী সরকার পতন হওয়ায় মোকছেদ ও মেহেদী হাসানের সহিত জায়গা জমি নিয়ে চরম দন্দ দেখা দেয়। সেই দন্দকে কাজে লাগিয়ে আমাকে সহ আমার ভাতিজা সাবেক ছাত্রনেতা ও উপজেলা যুব দলের যুগ্ম আহবায়ক হাফিজ আল-আসাদ কল্লোল (৪০) কে সামাজিক, রাজনৈতিক ভাবে আত্মসম্মান ক্ষুন্ন করার জন্য আমাদের বিরুদ্ধে ভূমিদুস্য মোকছেদ সাতক্ষীরা প্রেস ক্লাবে এক মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যে প্রনোদিত সংবাদ সম্মেলন করেছে। ইতিমধ্যে আমার সহ হাফিজ আল-আসাদ কল্লোলের দৃষ্টি গোচর হয়েছে যে, সাতক্ষীরা থেকে প্রকাশিত “দৈনিক পত্রদূত” পত্রিকায় মিথ্যা বানোয়াট, ভিত্তিহীন সংবাদ প্রচার করা হয়েছে সেটা সঠিক সত্যতা উদঘাটন না করে ছাপানো হয়েছে। এই মিথ্যা সংবাদ সম্মেলন ও মিথ্যা অপপ্রচারকে আমরা তীব্র নিন্দা ও ঘৃনা ভরে প্রত্যাখান করছি। আমাদের বিরুদ্ধে মিথ্যা সংবাদ সম্মেলন করায় আমরা মানহানীকর মামলা করার সিদ্ধান্ত গ্রহন করেছি।