সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০১:২০ অপরাহ্ন

শিরোনাম:
গুরুতর অসুস্থ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল। তারনীপুর, ভেটখালী এলাকার পানি নিষ্কাষনের জন্য ঝুরঝুরি ও হীমখালী খালের সংযোগ স্থলে কালভার্ট নির্মানের জন্য মানববন্ধন অনুষ্ঠিত। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় শ্যামনগর উপজেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত তারনীপুর–ভেটখালী এলাকায় পানি নিষ্কাশনের ও কালভার্ট দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত শ্যামনগরে কিশোরীর জলবায়ু সহনশীল ভবিষ্যৎ প্রকল্পে SRHR অ্যাক্সেস নিশ্চিতকরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে  শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবী এসোসিয়েশনের কমিটি গঠন- সভাপতি সাইফুদ্দিন, সম্পাদক নাঈম শ্যামনগরে জাতীয় প্রানি সম্পদ সপ্তাহ ২০২৫ উপলক্ষে প্রানি সম্পদ প্রদর্দশনীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে  যাদবপুর উত্তর ফুলবাড়িয়া সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসায় শিক্ষক ও অফিস সহকারীর বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত সাতক্ষীরা-৪ আসনে মনোনয়নের দাবিতে সাবেক উপজেলা বিএনপির সভাপতি বর্ষিয়ন জননেতা মাষ্টার আব্দুল ওয়াহেদের সমর্থনে ধারা বাহিক ভাবে চলছে বিক্ষোভ সমাবেশ , শ্যামনগরে সাতক্ষীরা-ভেটখালী মহাসড়ক ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে মানববন্ধন
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে ২ সন্তানের মারপিট বাবার মৃত্যু !

মোঃ মজিবর রহমান শেখ
Update Time : সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০১:২০ অপরাহ্ন

 

 

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় ২ সন্তানের মারপিটে এক বৃদ্ধ বাবার মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহত-নাজিম উদ্দীন (৫২) বালিয়াডাঙ্গী উপজেলার ১নং– পাড়িয়া ইউনিয়নের পিয়াজুপাড়া গ্রামের টেপু মোহাম্মদের ছেলে। এর আগে ১৬ সেপ্টেম্বর সোমবার সকাল ১০ টার দিকে নিজ বাড়িতে তাকে তার ২

সন্তান মারপিট করেন। পরে অসুস্থ অবস্থায় তাকে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিরা হলেন—নাজিম উদ্দীনের ২ ছেলে, আলাল হোসেন (২৭) ও সাইফুল ইসলাম (২০)। নিহত নাজিম উদ্দীনের চাচী মাসুমা খাতুন জানান, সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সকালে নাজিম উদ্দীনের ২ ছেলে আলাল হোসেন ও সাইফুল ইসলাম তাকে ফসলের মাঠ থেকে ধরে এনে মারপিট করে। স্থানীয়রা এগিয়ে আসার চেষ্টা করলে ও ২ ছেলে ভয়ভীতি দেখান ও গালিগালাজ করেন।

নিহতের চাচাতো বোন সাবেক ইউপি সদস্য মুক্তা আক্তার বলেন, মারপিটের পর বাড়ির বারান্দায় দিনভর শুইয়ে রাখা হয়, নাজিম উদ্দীনকে। রাত ৮ টায় স্থানীয়দের চাপের মুখে অসুস্থ অবস্থায় বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জানতে চাইলে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির বলেন, লাশের ময়না তদন্ত করা হয়েছে। শরীরে কোথাও কোনো বাহ্যিক জখম দেখা যায়নি। এ বিষয়ে এখনো কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয়রা জানান, দিনমজুর নাজিম উদ্দীনের ৫ ছেলে সন্তান। মেজো ২ ছেলে ঢাকায় পোশাক কারখানায় চাকরি করে‌। ছোট ছেলেটি স্থানীয় বাজারে এক দোকানের কর্মচারী। বড় ছেলে আলাল ও সেজো ছেলে তার বাবাকে বাকি ছেলেদের অনুপস্থিতে মারপিট করেন। বর্তমানে অভিযুক্ত ঐ ২ ছেলে আত্মগোপনে রয়েছেন।