বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০৮:২৪ অপরাহ্ন
রিপোর্ট’ জি এম রাজু আহমেদ
সাতক্ষীরা’র শ্যামনগরে খ্যাগড়াদানা কিশোর সংঘের উদ্যোগে ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে। মোহাম্মদ বাবু সভাপতিতে ১০ মে শনিবার বিকাল ৫ টায় এই খেলা অনুষ্ঠিত হয় এ সময় বিশেষ
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খ্যাগড়াদানা মসজিদের ইমাম ইয়াসিন আরাফাত
খেলা পরিচালনা করেন ছিলেন শামীম ও তৌবা
জি এম রায়হান কবির সিনিয়র যুগ্ন আহবায়ক শ্যামনগর মহসিন ডিগ্রী কলেজ।
ক্রীড়া কে আঁকড়ে ধরি, মাদক কে না বলি এই স্লোগানকে সামনে রেখে এরং আগামী সুন্দর শ্যামনগর গড়তে চাই লক্ষ্য রেখে, খ্যাগড়াদানা কিশোর সংঘের আয়োজনে অনুষ্ঠিত হলো ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ
ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে ট্রফি, ম্যান অফ দ্য ম্যাচ এবং ম্যান অফ দ্য সিরিজের পুরস্কার তুলে দেন খ্যাগড়াদানার গর্ব, দুবাই প্রবাসী জনাব *জি এম রায়হান কবির*।
প্রতিবছর এইখানে এই খেলাটি অনুষ্ঠিত হয় বিভিন্ন ধরনের আনন্দ উৎসবের মাধ্যমে খেলায় পুরস্কার বিতরণ করে এ খেলাটি শেষ করা হয়।