সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০৬:৩১ অপরাহ্ন

শিরোনাম:
মানবতার দীপ্ত যাত্রা সংগঠনের উদ্যোগে অসহায় দুস্থ ও ভাসমান মানুষের মাঝে খাদ্য বিতরণ কাশিমাড়ী ইউনিয়ন মৎস্যজীবী দলের পরিচিতি সভা অনুষ্ঠিত।  শ্যামনগরে উপবৃত্তির অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগ  তথ্য সংগ্রকালে সাংবাদিকদের হেনস্তা আটুলিয়ায় ছাত্রদলের শুভেচ্ছা মিছিল  গোবিন্দপুর আবু হানিফ এ এইচ উচ্চ বিদ্যালয়ে ছাত্রদলের নতুন কমিটি গঠন শ্যামনগর সরকারি মহসীন কলেজ ছাত্রদলের আনন্দ মিছিল অনুষ্ঠিত নওয়াবেঁকী বাজারে ধান বিক্রির টাকা চাইতে গিয়ে ব্যাপারী শফিকুলের উপর হামলা, থানায় অভিযোগ শ্যামনগরে চাচার দায়ের কোপে হাত ভাঙলো ভাতিজা  যুবকের,থানায় মামলা শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত শ্যামনগরে এস এস সি ৯৫ ব্যাচের বন্ধু রাজের আত্বার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

শ্যামনগরের আনসার ভিডিপি ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে নানাবিধ অভিযোগ উঠেছে 

রাইসুল মিথুন।
Update Time : সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০৬:৩১ অপরাহ্ন

রিপোর্ট: রাইসুল মিথুন

 

শ্যামনগর ব্যুরো।। সাতক্ষীরার শ্যামনগর উপজেলা আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক ম্যানেজার সুরঞ্জন মন্ডল এর বিরুদ্ধে লোন দেয়ার নাম করে ও পুর্বেকার লোন নেয়া ব্যক্তিদের মামলা সহ বিভিন্ন ভয় দেখিয়ে উৎকোচ গ্রহনের অভিযোগ উঠেছে।

স্থানীয় একাধিক সুত্রে জানা গেছে,উক্ত ম্যানেজার ব্যাংকের ভিতরেই রাত কাটিয়ে থাকেন।সে কারনে ব্যাংকের ভিতরে গভীর রাতে বিভিন্ন গাজা আসক্ত ব্যক্তি সহ অপরিচিত মহিলাদের যাতয়াত করতে দেখা যায় প্রায় সময়। ব্যংক সংলগ্ন এক চা ব্যবসায়ী বলেন,রাতে বিভিন্ন ধরনের অপরিচিত লোকজন যাওয়া আসা করে থাকে,এর মধ্যে মহিলাদের যাতয়াত রয়েছে বলে ওই ব্যবসায়ী জানান। ঈশ্বরীপুর এলাকার কাশেম আলী বলেন,আমাকে লোন দেয়ার জন্য নগদ ঘুষ হিসাবে পনর হাজার টাকা দাবী করছে এবং ৫ কেজি হরিনের মাংস দিতে হবে ম্যানেজার কে। ঢাকার বড় অফিসারদের হরিনের মাংস না দিলে নাকি লোন দেয়া হয় না এমনটি জানান ব্যাংক ম্যানেজার।সে কারনে আমি ইতিমধ্যে ৫ কেজি হরিনের মাংস দিয়েছি,ঢাকার বড়ো স্যারেরা লোন পাশ করার পরে নগদ ওই পনর হাজার টাকা দিতে হবে।লোন নেয়ার জন্য প্রায় দুই মাসের অধিক সময়ে ব্যাংকে যাওয়া আশা করছি। এদিকে ওই এলাকার মোহম্মদ আলী নামের এক ব্যক্তি বলেন,আমার একটি লোন ছিল, সেটি ঘুড়িয়ে দেয়ার নাম করে ম্যানেজার ত্রিশ হাজার টাকা নিয়েছে,কিন্তু তিন মাস যেতে না যেতে আবার তিনি পুরো টাকাটা চাইছেন,আমি বিষয়টি খোজ নিয়ে দেখছি, ওনি আমার দেয়া টাকা জমা দেননি।বর্তমানে তিনি মামলা ভয় দেখানোর পাশাপাশি উপরের অফিসারদের মুখ বন্ধ করতে সে লক্ষে দশ কেজি হরিনের মাংস ও পাচ কেজি সুন্দরবনের খাটি মধু নিয়েছেন, আমার কাছ থেকে। সুন্দরবন সংলগ্ন গাবুরার সোরা এলাকার লিয়াকত হোসেন বলেন,আমি শ্যামনগর আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকে একটি লোন নেয়ার জন্য গেলে ম্যানেজার সুরঞ্জন মন্ডল সাহেব বলেন,জমির কাগজপত্র, ব্যাংকের চেক সহ প্রয়োজনীয় সকল কাগজপত্রের পাশাপাশি হরিনের মাংস ও মধু দিতে হবে।আমার বাড়ী একেবারেই সুন্দরবনের পাশে হওয়ায় ম্যানেজার স্যার বল্লেন তুমি আগে হরিনের মাংস আর মধুটা দাও,ঢাকার স্যারদের আগে ম্যানেজ করি, তারপর তোমার লোন দিয়ে দিবো,আমি লোন নেয়ার চেষ্টায় ৫ কেজি হরিনের মাংস ও ৩ কেজি মধু দিয়েছি ম্যানেজার সাহেবকে। এদিকে শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মাষ্টার আব্দুল ওয়াহেদ বলেন,এভাবে সরকারের ভাবমুর্ত্তি নষ্ট করা ঠিক না, তিনি উর্দ্ধতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। স্থানীয় সচেতন মহল মনে করেন বিতর্কিত এই ম্যানেজার সুরঞ্জন মন্ডল কে দ্রুত অপসারণ না করা হলে ব্যাপকভাবে আনসার ভিডিপির শ্যামনগর উপজেলা শাখার সুনাম নষ্ট হবে।সে জন্য তারা দ্রুত ওই ম্যানেজারকে অপসারণ করার দাবী জানিয়ে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। এদিকে শ্যামনগর উপজেলা আনসার ভিডিপি ব্যাংক ম্যানেজার বলেছেন,উপরোক্ত বিষয় গুলো সঠিক নয়। আমি এর সাথে জড়িৎ নই।