রবিবার, ২৫ মে ২০২৫, ০৫:০৩ পূর্বাহ্ন
রিপোর্ট: আব্দুস সাত্তার
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিদ্যুৎ সেবা নিশ্চিতকরণের লক্ষ্যে শ্যামনগরের বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন ও সৌজন্য সাক্ষাৎ করেন সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির শ্যামনগর জোনাল অফিসের জেষ্ঠ্য উপ মহাব্যবস্থাপক সঞ্জীত কুৃমার মন্ডল। গত ৮ অক্টোবর বিকাল আনুমানিক ৪টা হতে রাত্র আনুমানিক ১২টা পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নের পূজা মন্দির পরিদর্শন ও মন্দির কর্তৃপক্ষের সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন। এসময় তিনি প্রতিটি পূজা মন্দিরে সঠিকভাবে বিদ্যুৎ সংযোগ আছে কিনা তা মনিটারিং করেন। এছাড়া উৎসব চলাকালীন সময়ে বিদ্যুৎ সংক্রান্ত যেকোন সমস্যা তাৎক্ষণিক সমাধানের জন্য সকলের মাঝে আশ্বাস দেন।