সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০১:২০ অপরাহ্ন

নিজস্ব সংবাদদাতা সাতক্ষীরা
, সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ফকরাবাদ বাইতুন নূর জামে মসজিদের কমিটি গঠন করা হয়েছে।গত 3রা অক্টোবর মসজিদ প্রাঙ্গণে ইমাম ও খতিব হাফেজ মাওলানা মোঃ মফিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন বড়দল ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মোঃ ফারুক হোসেন আঙ্গুর সাবেক মেম্বার হাফেজ রহুল আমিন মাওলানা হাবিবুর রহমান প্রমুখ। সভায় সকলের সম্মতিক্রমে সভাপতি মোঃ সাজ্জাদ হোসেন সহ সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক ডাক্তার মোঃ আমিনুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব হাসমত আলী গাইন সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুর রহিম প্রচার সম্পাদক মোঃ মতিউর রহমান দপ্তর সম্পাদক মোঃ বেলাল হোসেন গাজী শিক্ষা সম্পাদক মোঃ আবুল কালাম সরদার করায় ও বিক্রয় সম্পাদক মোহাম্মদ সাইদুল্লাহ সদ্দার,কারিগরি সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক সর্দার যুব সম্পাদক মোঃ ফারুক হোসেন আঙ্গুর স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার হাসান আলী এছাড়া মোহাম্মদ রেজাউল গাজী মোঃ তরিকুল ইসলাম সরদার মোঃ সিরাজ গাজী মোঃ ইউসুফ আলী গাজী মোঃ রজব আলী গাজী মোঃ লিয়াকত আলী গাজী গাইন কে সদস্য করে একুশ সদস্য বিশিষ্ট মসজিদ কমিটি গঠন করা হয়।