রবিবার, ২৫ মে ২০২৫, ০২:৩৯ অপরাহ্ন
আরিফ হাসান গজনবী
রামপাল উপজেলা নির্বাহী অফিসার রহিমা সুলতানা বুশরার সঙ্গে জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় নেতা কৃষিবিদ শামীমুর রহমান শামীমের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৬ অক্টোবর বেলা ১২ টায় বাগেরহাটের রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মত বিনিময় সভাই কৃষিবিদ শামীমুর রহমান আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে পালন ও সার্বিক নিরাপত্তার বিষয় নিয়ে আলোচনা করেন।
এ সময় শারদীয় দূর্গোৎসব পালনে সার্বিক নিরাপত্তার বিষয়ে বিএনপি নেতৃবৃন্দের কাছে সহযোগিতা কামনা করেন উপজেলা নির্বাহী কার্মকর্তা।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন I
আহবায়ক বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি রামপাল উপজেলা শাখা শেখ হাফিজুর রহমান তুহিন, মোঃ তাহিদুল ইসলাম, যুবদল নেতা লাভলু ফকির, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব অ্যাডভোকেট মো. রবিউল ইসলাম, ইসমাইল মোল্যা খোকন, সৈয়দ কুদরতি এলাহি, নাসির উদ্দিন, মাসুদ শেখ, তারিকুল ইসলাম, প্রমুখ।