রবিবার, ২৫ মে ২০২৫, ০২:৪৪ অপরাহ্ন
নিজস্ব সংবাদদাতা সাতক্ষীরা
, সাতক্ষীরা সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন কলেজটির সমাজবিজ্ঞানের বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মনিরুজ্জামান।6 অক্টোবর কলেজ শিক্ষক কর্মচারী এবং শিক্ষার্থীদের উপস্থিতিতে ফুলের শুভেচ্ছা সিক্ত হয়ে অধ্যক্ষের দায়িত্বভার গ্রহণ করেন। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে ছাত্র-জনতার আন্দোলনের মুখে স্বৈরাচার আওয়ামী সরকারের পতনের পর থেকেই কলেজে অনুপস্থিত ছিলেন আওয়ামী লীগ সরকারের অনুগত ও আশীর্বাদপুষ্ট পূর্বের অধ্যক্ষ মোঃ শিহাব উদ্দিন। এদিকে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গঠিত কলেজ পরিচালনা কমিটির কাছে মোঃ শিহাব উদ্দিনের নামে একাধিক অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ তোলেন কলেজ শিক্ষক কর্মচারী এবং শিক্ষার্থীরা ।তাদের হিসাব অভিযোগের ভিত্তিতে কলেজ গভর্নিং বডি সদস্য অ্যাড আরিফুল রহমান নেতৃত্বে গঠন করা হয় অডিট কমিটি ।সেই কমিটি তদন্ত শেষে মোঃ শিহাব উদ্দিনের বিরুদ্ধে বিগত এক বছরে 85 লক্ষ টাকার আর্থিক অনিয়ম এবং নানান দুর্নীতির অভিযোগ প্রমাণ পায় ,পরে কলেজ পরিচালনা কমিটি শিহাব উদ্দিনকে কলেজে এসে তার স্বপক্ষে যুক্তি উপস্থাপন এবং কারণ দর্শানোর জন্য একাধিকবার চিঠি পাঠালেও তিনি কলেজে না এসে বরং অসহযোগিতা করেন যার ফলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী যথাযথ প্রক্রিয়ায় শিহাব উদ্দিনের অনিয়ম দুর্নীতির ওপর ভিত্তি করে এবং কলেজের সার্বিক কার্যক্রম চলমান রাখার জন্য জ্যেষ্ঠতার ভিত্তিতে অধ্যাপক মনিরুজ্জামানকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।