রবিবার, ২৫ মে ২০২৫, ০৯:৩১ অপরাহ্ন
রিপোর্ট ভয়েজ অব সুন্দরবন।
প্রিয় সাংবাদিক ভাইগন,
আন্তরিক সালাম ও শুভেচ্ছা গ্রহন করুন। আমি মোছাঃ আজমুন নাহার কুইন (৩৫)পিতা- শেষ আব্দুল আজিজ, গ্রাম- ডুমুরিয়া, ডাকঘর-গাইনবাড়ী-৯২৯০ থানা-শ্যামনগর, জেলা- সাতক্ষীরা। শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবে উপস্থিত হইয়া জনাকীর্ণ সংবাদ সম্মেলনে আপনাদের কাছে আমার অসহায়তের কথা বর্ননা করিতে আপনাদের সামনে উপস্থিত হইয়াছি। আপনাদের সদয় অবগতির জন্য জানাইতেছি যে, আমার পিতা শেখ আব্দুল আজিজ এর হত্যা কান্ডের ঘটনা মামলা দায়ের করার পর থেকে আমি জীবন হানির শংকার মধ্যে রহিয়াছি। আপনাদের জ্ঞাতার্থে আরো জানাইতেছি যে, আমার পিতা শেখ আব্দুল আজিজ কে বিগত ২৯ শে আগষ্ট রোজ- রবিবার সকাল আনুঃ ১১.৫০ মিঃ সময়ে আসামীরা পিঠাইয়া এবং কিল, ঘুষি ও লাথি মারিয়া গুরুত্বর আহত করে।
পরবর্তীতে শ্যামনগর সদর হাসপাতালে নিয়ে আসার পথিমধ্যে তাহার মৃত্যু হয়। উল্লেখ্য যে উক্ত ঘটনায় আমি বাদী হইয়া ২৯ শে এপিটি রাত্রে শ্যামনগর থানায় এজাহার নং-২৩ তারিখ-৩০- ০৯-২৪ ইং একটি হত্যা মামলা দায়ের করি। উক্ত মামলায় আমার চাচা শেখ আব্দুর রশিদ কে প্রধান আসামী এবং শেখ আব্দুল হাকিম পিতা- মরহুম শেখ অছিরউদ্দীন গ্রাম- ডুমুরিয়া শ্যামনগর কে-০২ নং আসামী এবং চাচাতো ভাই শেখ আব্দুল বারিক, শেখ আব্দুল আলিম, শেখ আব্দুর রউফ ০৫ জনকে আসামীভুক্ত করি।
প্রিয় সাংবাদিক ভাইয়েরা আপনাদের সদয় জ্ঞাতার্থে জানইতেছি যে, ইতি মধ্যে মামালার প্রধান আসামীশেখ আব্দুর রশিদ কে গ্রেফতার হলে ও ০২ নং আসামী শেখ আব্দুল হাকিম সহ অন্য আসামীরা প্রতিনিয়ত মোবাইল ফোনে বিভিন্ন ধরনের অশ্লীল ভাষায় গালিগালাজ সহ অপরাধ জনক ভয়-ভীতি হুমকি ধামকি দিতেছে। মামলাটি তুলিয়া না নিলে জীবননাশ সহ হয়রানী মূলক মামলায় জড়ানোর পাশাপাশি অপহরণ পূর্বক গুমের ও হুমকি দিতেছে। এমনকি সাংবাদিক হওয়ার সুযোগে শেখ আব্দুল হাকিম ০১৭১৫-৭৪৩০৮০ নম্বরের মোবাইল ব্যবহার কারি ডাঃ জিয়াউর রহমান পিতা- ডাঃ মোবারেক আলী গাজী গ্রাম- দরগাহপুর, শ্যামনগর- এর ফোন থেকে হুমকি দিচ্ছে।
প্রিয় সাংবাদিক ভাইরা শেখ আব্দুল হাকিম আমার পিতার ময়না তদন্ত রিপোট প্রভাবিত করিয়া মামলা খেয়ে ফেলিবে মর্মে ভয়-ভীতি হুমকি দিচ্ছে।
আপনাদের জ্ঞাতার্থে আর ও জানাইতেছি যে, আমার পিতার হত্যা কান্ডের পর একমাত্র মেয়ে- ও বৃদ্ধা মা কে নিয়ে পিতার বসত ভিটায়/ বাড়িতে বসবাস করিতেছি। এমতাবস্থায় আসামীদের হুমকি- ধামকির ঘটনায় মারাত্মক জানমাল নিরাপত্তাহিনতায় ভূগিতেছি।
ইহা ময়না তদন্ত প্রতিবেদন প্রভাবিত করার হুমকির ঘটনায় জলজলন্ত একটা হত্যা মামলার ভবিষৎ নিয়ে দুঃচিন্তায় পড়েছি। এক্ষনে আপনাদের লেখনীর মাধ্যমে বাকী আসামীদের কে গ্রেফতার করিয়া সদাশয় প্রশাসনের আন্তরিক ভাবে হস্তক্ষেপ কামনা করছি। একই স্থানে হুমকি দাতাদের কে চিহ্নিত করিয়া আইনের আওতায় আনার মাধ্যমে আমি সহ আমার মেয়ে ও মায়ের জীবনের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানাইতেছি।
প্রেস বিজ্ঞপ্তি।।