রবিবার, ২৫ মে ২০২৫, ০৭:৩৫ অপরাহ্ন

শিরোনাম:
ভুমি উন্নয়ন সেবা মানুষের দৌড় গোড়ায় পৌছে দিতে চাই – ইউএনও মোছাঃ রনি খাতুন শ্যামনগরে সৌদি প্রবাসীর স্ত্রীর উপর হামলার অভিযোগ অতি স্বচ্ছতার সাথে নতুনভাবে পূনঃ নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশের আবেদন  নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে চাঁদাবাজি ভূয়া সাংবাদিক সহ আটক তিন শ্যামনগরের কলবাড়ি বাজারে বিএনপি নেতা বাপ্পির দখলবাজি, তিন দোকানে জোরপূর্বক তালা আমার ভীষণ মন খারাপ লাগছে — ইউএনও মোছাঃ রনি খাতুন বদলী হওয়ার পাঁচ মাসের মধ্যে সেই  জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী মোঃ মফিজুর রহমান সদর উপ‌জেলায় যোগদান শ্যামনগরে খ্যাগড়াদানা কিশোর সংঘের উদ্যোগে ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত। দুর্নীতিতে সেরা  জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান এখনও বহাল তবিয়্যাতে শ্যামনগরের ইউএনওর হস্তক্ষেপে অবশেষে জনসাধারণ ফিরে এলো ঝাপার খালটি
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

শ্যামনগর প্রেসক্লাবে বিএনপি নেতা জরুল হক আপপু ভূমিদস্যু মোকছেদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

এমডি রাজু আহমেদ
Update Time : রবিবার, ২৫ মে ২০২৫, ০৭:৩৫ অপরাহ্ন

 

 

স্টাফ রিপোর্টার এমডি রাজু আহমেদ

 

সালাম ও শুভেচ্ছা মহন করল। আমি মোঃ জহুরুল হক আন্তু, পিতা- মৃত চামছুদ্দীন গাজী, মাতা- গোলজান বিবি, সাং+পোঃ সফিপুর, থানা- শ্যামনগর, জেলা- সাতক্ষীরা। আমি স্ব-শরীরে উপস্থিত থাকিয়া লিখিত সংবাদ সম্মেলন পোর করিতেছি যে, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শ্যামনগর উপজেলা শাখার “যুব বিষয়ক সম্পাদক” এবং শ্যামনগর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও সাবেক যুব দলের সিনিয়র যুগ্ম আহবায়ক। বিগত আওয়ামী শাসন আমলে আমি আওয়ামী লীগের নেতাকর্মীদের দ্বারা বার বার হামলা করা হয়েছে এবং একাধিক গায়েবী ও মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। তাহা ছাড়া আমি একাধিকবার কারা বরনের শিকার হয়েছি। অত্র শ্যামনগর থানাধীন নকিপুর গ্রামের মৃত ছকিমুদ্দীন গাজীর পুত্র মোঃ মোকছেদ আলী এলাকার কুখ্যাত ভূমিদস্য হিসাবে চিহ্নিত। আওয়ামী লীগের সাবেক সংসদ এস.এম, জগলুল হায়দারের মদদপুষ্ট চিহ্নিত চাঁদাবাজ, সন্ত্রাসী, মাদকসেবী ভূমিদস্যু মোকছেদের পুত্র রহমত আলী এলাকায় এমন কোন অপরাধ ছিল না সে গুলো সে করেনি। রহমতের পিতা মোকছেদ সাবেক এমপির নাম ভাঙ্গিয়ে একাধিক মানুষের কাছ থেকে জমি বরাদ্দ দেওয়া সহ সরকারি অনুদান দেওয়ার নাম করে লক্ষ লক্ষ হাতিয়ে নিয়েছে। ইতিপূর্বে মোকছেদ আলী প্রতারনা মামলায় জেল হাজত খেটে কিছু পূর্বে বের হয়েছে।

 

ভূমিহীণ মোকছেদের সাথে স্থানীয় আওয়ামী লীগের নেতা মেহেদী হাসান মারুফ সহ মারুফের পিতা সুজা উদ্দীন গাজীর সঙ্গে নকিপুর গ্রামস্থ ভূমিহীন পল্লীতে জায়গা জমি সংক্রান্ত বিরোধ চলমান আছে। শ্যামনগর সুশীল সমাজ সবাই অবগত আছে।

 

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত ৫ই আগষ্ট আওয়ামী সরকার পতন হওয়ায় মোকছেদ ও মেহেদী হাসানের সহিত জায়গা জমি নিয়ে চরম দন্দ দেখা দেয়। সেই দন্দকে কাজে লাগিয়ে আমাকে সহ আমার ভাতিজা সাবেক ছাত্রনেতা ও উপজেলা যুব দলের যুগ্ম আহবায়ক হাফিজ আল-আসাদ কল্লোল (৪০) কে সামাজিক, রাজনৈতিক ভাবে আত্মসম্মান ক্ষুন্ন করার জন্য আমাদের বিরুদ্ধে ভূমিদুস্য মোকছেদ সাতক্ষীরা প্রেস ক্লাবে এক মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যে প্রনোদিত সংবাদ সম্মেলন করেছে। ইতিমধ্যে আমার সহ হাফিজ আল-আসাদ কল্লোলের দৃষ্টি গোচর হয়েছে যে, সাতক্ষীরা থেকে প্রকাশিত “দৈনিক পত্রদূত” পত্রিকায় মিথ্যা বানোয়াট, ভিত্তিহীন সংবাদ প্রচার করা হয়েছে সেটা সঠিক সত্যতা উদঘাটন না করে ছাপানো হয়েছে। এই মিথ্যা সংবাদ সম্মেলন ও মিথ্যা অপপ্রচারকে আমরা তীব্র নিন্দা ও ঘৃনা ভরে প্রত্যাখান করছি। আমাদের বিরুদ্ধে মিথ্যা সংবাদ সম্মেলন করায় আমরা মানহানীকর মামলা করার সিদ্ধান্ত গ্রহন করেছি।