শনিবার, ২৪ মে ২০২৫, ১১:৫৮ পূর্বাহ্ন
মোঃ মিঠুন আলী
দেখিনি-৫২, দেখিনি-৭১
দেখেছি জুলাই-২৪।
বুলেটের ভয়ে যাইনিতো পালিয়ে
করেছে বিজয় নিশ্চিত।
বুক পেতে দিলো সাইদ,মুগ্ধ
শান্ত,আদনান আরো কতজন
তবুও তারা লড়ে গেছে সবে
জীবন করেছে বিসর্জন।
নতুন যুদ্ধে, নতুন করে
দিয়ে গেলে যারা প্রাণ
আমরা কভু ভূলবোনা তোমাদের
দিয়ে যাব সম্মান।
তোমরা মোদের শিখিয়ে গেলে
মোরা নয় কভূ ভীত
রক্ত যতই লাগে লাগুক
দেশটা করবোই মুক্ত।
তোমাদের মোরা ভূলি কি করে
যারা দিয়ে গেলে প্রাণ
ইতিহাস হয়ে রয়ে যাবে সবে
মুছবে না এই নাম।