বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ০২:০৬ পূর্বাহ্ন

রিপোর্ট: ভয়েস অফ সুন্দরবন
সুন্দরবন স্কুলের সিনিয়র শিক্ষক মোঃ সালাউদ্দিন আহমেদের পিতা আলহাজ্ব মোঃ আঃ রউফ গাজী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি সাতক্ষীরা সিভি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বিকাল আনুমানিক ৪টা ৩০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, পুত্র-কন্যা, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আলহাজ্ব মোঃ আঃ রউফ গাজী অত্র ইউনিয়নের একজন সর্বজনগ্রহণযোগ্য আমিন হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন এবং সততা ও নিষ্ঠার সঙ্গে তার দায়িত্ব পালন করে সবার আস্থা অর্জন করেছিলেন। এছাড়াও তিনি সুন্দরবন স্কুলের একজন সুনামধন্য অবসরপ্রাপ্ত দপ্তারি ছিলেন।
তার মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন মহল তার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।