সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০১:২২ পূর্বাহ্ন

রিপোর্ট: ভয়েস অফ সুন্দরবন
বিজিবি’র সদস্যরা সীমান্তবর্তী এলাকা হতে ০২ ও ০৪ ডিসেম্বর ২০২৫ তারিখ দু’দিনে পৃথক পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ উইনসিরিক্স সিরাপ এবং ভারতীয় অফিসার্স চয়েজ মদ আটক করেছে। আটককৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য প্রায় ৪,৬৯,৯০০/- (চার লক্ষ উনসত্তর হাজার নয়শত) টাকা।
গোপন সংবাদের ভিত্তিতে নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ শাহারিয়ার রাজীব, পিএসসি এর দিক নির্দেশনায় ও “দেবহাটা বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ মহসিন গাজী” এর নেতৃত্বে গত ০২ ডিসেম্বর ২০২৫ তারিখে আনুমানিক ০৫০০ ঘটিকায় “বসন্তপুর বেড়িবাঁধ এলাকায়” অভিযান পরিচালনা করে ৬৩১ বোতল ভারতীয় নেশাজাতীয় উইসিরিক্স সিরাপ এবং ০৫ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদ আটক করেছে। এছাড়াও “শাখরা বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ ফিরোজ আহম্মেদ” এর নেতৃত্বে ০৪ ডিসেম্বর ২০২৫ তারিখ “ভাতশালা সুইচ গেইট” এলাকা হতে ৫২৫ বোতল ভারতীয় নেশাজাতীয় উইনসিরিক্স সিরাপ আটক করেছে। স্থানীয় কুখ্যাত মাদক চোরাকারবারী মোঃ রফিকুল ইসলাম (নিধা কয়েল) এবং মোঃ রেজাউল ইসলাম নিজেদের যোগসাজসে মোবাইল ফোন ব্যবহারের মাধ্যমে বিজিবি’র টহল দলের আগমনের সংবাদ পেয়ে পূর্বেই “ভারতীয় নেশাজাতীয় উইসিরিক্স সিরাপ এবং ভারতীয় অফিসার্স চয়েজ মদ” ফেলে পালিয়ে যায় বিধায় তাদের আটক করা সম্ভব হয়নি। আটককৃত মাদকদ্রব্য প্রচলিত আইন এবং নিয়মানুযায়ী সংশ্লিষ্ট অধিদপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।
নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) কর্তৃক এহেন সাফল্য একদিকে যেমন দেশের চোরাচালানী প্রতিরোধ অভিযানকে সহায়তা করছে, অন্যদিকে মাদক বিরোধী অভিযানে দেশের যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করছে। আরো উল্লেখ্য, স্থানীয় সকল পর্যায়ের জনগণের সহযোগিতার মাধ্যমে বর্ণিত সাফল্য দিন দিন আরো বৃদ্ধি করা যাবে বলে নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ শাহারিয়ার রাজীব, পিএসসি মনে করেন।