রিপোর্ট: ভয়েস অফ সুন্দরবন
সাতক্ষীরা-৪ আসনের জাতীয়তাবাদী দল বিএনপির মধ্যে আর কোন দিধাদ্ধন্দ থাকলো না।
শুক্রবার সকাল ১১টার দিকে বিএনপি কার্য্যালয় থেকে জেলা বিএনপির সদস্য ও সাবেক উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মাষ্টার আব্দুল ওয়াহেদ ও বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ড.মনিরুজ্জামান মনির সহ অন্যান্য বিএনপি নেতৃবৃন্দের উপস্থিতিতে সংবাদ সম্মেলনের মাধ্যমে ঐক্য বদ্ধভাবে কাজ করার ঘোষনা দেয়া হয়েছে।
এ সময় আলহাজ্ব মাষ্টার আব্দুল ওয়াহেদ বলেন,দলের ভাইস চেয়ারম্যান তারেক রহমানের হাত কে শক্তিশালী করতে ও মেডাম জিয়ার আদর্শকে মেনে চলতে আমরা ঐক্য বদ্ধ ভাবে ধানের শীষের জন্য কাজ করে যাবো - ইনশাআল্লাহ, আজ থেকে আমাদের মধ্যে আর কোন দিধা ভক্ত থাকলো না, আমরা ঐক্যবদ্ধ বিএনপি ধানের শীষকে জেতাতে আপ্রান কাজ করে যাবো। এদিকে ধানের শীষের মনোনীত প্রার্থী ড. মনিরুজ্জামান বলেন,সাতক্ষীরা- ৪ আসনে বিএনপির মধ্যে কোন ভেদাভেদ নেই, সকল দিধা দ্ধন্দের উর্দ্ধে থেকে আমরা ধানের শীষ বিজয় করবো ইনশাআল্লাহ।
এ সময় আরো উপস্থিত ছিলেন,জেলা বিএনপির সদস্য জি এম সোলায়মান কবীর, পদ্ধপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আমজাদুল ইসলাম, আটুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম মোড়ল, শ্যামনগর পৌরসভার সাবেক সাধারন সম্পাদক আব্দুস সবুর খান, নুরনগর বিএনপির অন্যতমনেতা মোবারক হোসেন মন্টু, রাজু আহমেদ, লাভলু আহমেদ, আটুলিয়া বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আইয়ুব হোসেন সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দগন।
##