
Women With Disabilities Development Foundation (WDDF) এর দাতা সংস্থা International Women Rights Action Watch-Asia Pacific (IWRAW-AP) এর অর্থায়নে Women Gaining Ground -WGG প্রকল্পের মাধ্যমে ২৩ অক্টোম্বর ২০২৫ ইং তারিখে ডাব্লিউডিডিএফ’র নির্বাহী পরিচালক আশরাফুন নাহার মিষ্টির সভাপতিত্বে ও সার্বিক ব্যবস্থাপনায় সাতক্ষীরা জেলায় ১২ জন প্রতিবন্ধীনারীকে আয়বর্ধক উপকরণ প্রদান করা হয় এবং এই বিতরণী অনুষ্ঠানটি, জয়িতা প্রতিবন্ধীনারী উন্নয়ন সংস্থার টেকনিক্যাল সাপোর্টে শ্যামনগর উপজেলায় অনুষ্ঠিত হয় । গনমাধ্যমকর্মী এবং ডব্লিউডিডিএফ এর আরো কর্মকর্তাদের উপস্থিতিতে বিতরণী অনুষ্ঠান সম্পূর্ন হয়। আয়বর্ধক উপকরণ বিতরণী অনুষ্ঠানে ডাব্লিউডিডিএফ এর নির্বাহী পরিচালক, আশরাফুন নাহার মিষ্টি বলেন, নগদ অর্থের পরিবর্তে আয়বর্ধক সামগ্রী প্রদানের মাধ্যমে তারা প্রত্যাশা করেন যে , প্রতিবন্ধী নারীদের জীবন মান উন্নয়ন হবে এবং তারা সমাজের মূল স্রোতধারায় একীভূত হবে। নিজেদের দারিদ্রতা বিমোচনের পাশাপাশি সমাজ ও রাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখবে । এছাড়াও অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন আয়োজক সংস্থার কর্মসূচী সহ-সহায়ক সমন্বয়কারী শারমিন আক্তার দোলন, জয়িতা প্রতিবন্ধীনারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক অষ্টমী মালো, প্রতিবন্ধী নারীদের প্রতিনিধি, স্বেচ্ছাসেবীসহ আরো অনেকে ।