প্রিন্ট এর তারিখঃ জুলাই ৭, ২০২৫, ৬:০১ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১৫, ২০২৫, ৬:১৮ এ.এম
শ্যামনগরে এস এস সি ৯৫ ব্যাচের বন্ধু রাজের আত্বার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান

ভয়েস অব সুন্দরবন এর ডেস্ক রিপোর্টে বিস্তারিত ।। সাতক্ষীরার শ্যামনগরে এস এস সি ১৯৯৫ ব্যাচের আয়োজনে এস এস সি ৯৫ ব্যাচের বন্ধু নকিপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র বাহলুল মজনু রাজের আত্বার মাগফিরাত ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেনঃ সাবেক প্রধান শিক্ষক ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মাষ্টার আব্দুল ওয়াহেদ, সাবেক অধ্যক্ষ আশেক এলাহী,অবসরপ্রাপ্ত শিক্ষক রবীন্দ্রনাথ বিশ্বাস,নজরুল ইসলাম,কৃষ্ণানন্দ মুখার্জি, আব্দুল লতিফ।
রাজ এর বন্ধু এডঃ মাসুদুল আলম দোহা, প্রভাষক নুর মোহাম্মদ বুলবুল, প্রভাষক শফিউআযম,সামসুল হুদা ঝন্টু,মোস্তাফিজুর রহমান মিঠু,কওছার আলী।
আত্মীয় দের মধ্যে রাজ এর ছেলে এস,এম মোয়াবিয়া,গাজী শাহআলম,ডাঃ গ,ম,আব্দুস সালাম। অনুষ্ঠান শেষে তার আত্বার মাগফিরাত কামনায় বিশেষ করা হয়।
##
প্রকাশক ও সম্পাদক - এস কে সিরাজ- অফিস,উত্তর কাটিয়া,সাতক্ষীরা।