রিপোর্ট: ভয়েস অফ সুন্দরবন
সাতক্ষীরায় রেললাইন স্থাপনের দাবিতে মানববন্ধন করেছে প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন ‘স্বপ্নসিড়ি সাতক্ষীরা’। মঙ্গলবার (১ এপ্রিল ২০২৫) সকাল ১০টা ৩০ মিনিটে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন শ্যামনগর সরকারি মহসিন ডিগ্রি কলেজের সাবেক সিনিয়র রোভার মেট ও শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সেক্রেটারি জিএম ইয়াসিন আরাফাত, সাবেক রোভার আঃ আলীম, মমতাজুল হক তাজ, মোঃ সিদ্দিক হোসেন, সেকেন্দার আলী, মোঃ ইউনূস আলীসহ আরও অনেকে।
বক্তারা বলেন, সাতক্ষীরা জেলা দীর্ঘদিন ধরে রেল যোগাযোগ থেকে বঞ্চিত। অথচ দেশের অন্যান্য অঞ্চলে নতুন নতুন রেললাইন চালু করা হচ্ছে। সাতক্ষীরাবাসীর যাতায়াত ও পণ্য পরিবহনের সুবিধার্থে দ্রুত রেললাইন স্থাপনের দাবি জানান তারা।
স্থানীয়রা মনে করেন, সাতক্ষীরায় রেল যোগাযোগ চালু হলে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে, যাতায়াতে সময় ও খরচ কমবে এবং জেলার সার্বিক অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে। তাই তারা দ্রুত এই দাবির বাস্তবায়ন চান।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা সরকারের সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করে বলেন, সাতক্ষীরার জনগণের স্বার্থে এই দাবি দ্রুত বাস্তবায়ন করা জরুরি।