প্রিন্ট এর তারিখঃ মে ২৩, ২০২৫, ১:৪০ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৪, ২০২৫, ৪:২১ পি.এম
উচ্চ আদালতের নির্দেশে অবশেষে শ্যামনগরের আশা ব্রিকস-২ বন্ধ হলো

রিপোর্ট - ভয়েস অব সুন্দরবন।
উচ্চ আদালতের নির্দেশে সাতক্ষীরার শ্যামনগরের আশা ব্রিকস-২ নামীয় একটি ইটভাটা বন্ধ করে দিয়েছে প্রশাসন।
সোমবার (২৪ মার্চ) দুপুর ১২টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত সেখানে গিয়ে ভাটাটিতে তালা লাগিয়ে দেন।
উচ্চ আদালতে একটি রিটের প্রেক্ষিতে দীর্ঘদিন ধরে উপজেলার নুরনগর ইউনিয়নের রামজীবনপুর এলাকায় ঐ ইট ভাটাটি পরিচালিত হয়ে আসছে। তবে জনবসতি ও শিক্ষা প্রতিষ্ঠানের পাশে হওয়ায় নানাবিধ সমস্যার বিষয় উল্লেখ করে স্থানীয়রা কয়েক বছর ধরে তা বন্ধের দাবি জানাচ্ছিলেন।
এবিষয়ে সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত জানান, আশা ব্রিকস-২ এর কর্তৃপক্ষ উচ্চ আদালতের রিট আবেদন করে ইট ভাটা পরিচালনা করছিল। রিটের মেয়াদ শেষ হওয়া ও স্থানীয় পরিবেশের জন্য ক্ষতিকর বিধায় তা আদালতের নির্দেশে বন্ধ করে দেয়া হয়েছে ।
এদিকে, সোমবার সকাল ১০টার দিকে উপজেলার গোডাউনমোড় এলাকার বেশকিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। সরকারি জায়গা দখল করে সেখানে স্থাপনা গড়ে বেচাবিক্রির অভিযোগ পেয়ে সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত উক্ত অভিযান পরিচালনা করেন। এ সময় তিনি বলেন, সরকারী জায়গায় অবৈধ স্থাপনা তৈরী করে সরকারী সম্পত্তি দখলের চেষ্টা কাউকে করতে দেয়া হবে না।
##
প্রকাশক ও সম্পাদক - এস কে সিরাজ- অফিস,উত্তর কাটিয়া,সাতক্ষীরা।