প্রিন্ট এর তারিখঃ মে ২৩, ২০২৫, ৪:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১০, ২০২৫, ১:৩১ পি.এম
শ্যামনগর পশ্চিম বিড়ালক্ষীতে চিংড়িঘের দখলের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
ভয়েজ অফ সুন্দরবন।। সাতক্ষীরা সুন্দরবন উপকূলীয় শ্যামনগর পশ্চিম বিড়ালক্ষী এলাকায় দীর্ঘদিনের চিংড়ি ঘের টি দখল করে নিয়েছে একদল দুর্বৃত্তরা এমন অভিযোগ এনে শুক্রবার সন্ধ্যায় শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে এক সংবাদ সম্মেলনে রফিক ফিশারিজ চিংড়িঘের মালিক ইত্তেজা বিন ইসলাম সোহাগ আরো বলেন, পশ্চিম বিড়ালক্ষ্মী মৌজার এস-৪৫ ও হাল গেজেট ১৬০ নং খতিয়ানের মালিক আমরা, আমাদের পূর্বপুরুষ থেকে আমরা উক্ত ২৮ বিঘার চিংড়ি ঘেরটি পরিচালনা করে আসছি, ইতিমধ্যে তারা বিভিন্ন ভুল তথ্য দিয়ে আমাদের বিরুদ্ধে আদালতে মামলা করলেও সেটি মিথ্যা প্রমাণিত হয়, কিন্তু তারা আবারও গত ১০/০১/২৫ তারিখে আদালতে ১৪৫ ধারা জারি করে থানা পুলিশের মাধ্যমে আমাদের কাছে নোটিশ প্রদান করেন, সকালে নোটিশ দিয়েই দুপুরে চিংড়িঘাটি দখল করে নেয় তারা, শুক্রবার আমরা যখন নামাজরত অবস্থায় ঠিক সেই সময়, পশ্চিম বিড়ালক্ষী গ্রামের সোহবান ঢালির পুত্র আনারুল ইসলাম আশরাফুল ইসলাম ,শহিদুল ইসলাম, শফিকুল ইসলাম সহ ১৫-২০ জনের একটি দল ওই এলাকার একটি জাল দলিল সংক্রান্ত বিরোধের ধরে মোস্তফা মিজানুর রহমানের নেতৃত্বে চিংড়ি ঘেরটি দখল করে নিয়ে তারা ঘেরের বাসা ভাঙচুর ও পানি নিষ্কাশনের গেটটি নষ্ট করে দেয়, আমার দীর্ঘদিনের ভোগ দখলীয় চিংড়ি ঘের টি দখল নিয়ে তারা এখন আশ্ফালন করে বলছে, উক্ত ঘেরে আমি গেলে আমাকে খুন জখম করবে । বিষয়টি নিয়ে আমি ইতিমধ্যে কালীগঞ্জ সার্কেল অফিসার ও শ্যামনগর থানার অফিসার ইনচার্জ কে অবহিত করেছি এবং লিখিত অভিযোগ দিয়েছি। আমি আপনাদের লেখনীর মাধ্যমে সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতায় আমার চিংড়ি ঘেরটি ফিরে পেতে চাই এবং দুর্বৃত্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার দাবি জানাচ্ছি।
##
প্রকাশক ও সম্পাদক - এস কে সিরাজ- অফিস,উত্তর কাটিয়া,সাতক্ষীরা।