বটিয়াঘাটা প্রতিনিধি :-
বটিয়াঘাটা উপজেলা সুরখালি ইউনিয়নের কল্যাণশ্রী এলাকায় ভুয়া দলিল সৃষ্টি করে পেশি শক্তি খাটিয়ে ভূক্ত ভোগী দের জমি দখল করে বিভিন্ন সময় বিচার সালীশ হলেও তারা বলে না, জমি ফসল কেটে নেয় দীর্ঘদিন পর ৫ই জানুয়ারি ভুক্তভোগীরা সকলে মিলিত হয়ে নিজেদের জমি বুঝে নেয়,বিবাদী বুঝতে পারে তাদের দলিল দুর্বলতা আছে তারা সামনে আসে নাই.জামির মালিকরা যথাক্রমে মোঃ আব্দুর রশিদ গাজী গ্রাম পুলিশ (৬০) পিতা মৃত্যু আক্কাস আলী গাজী, কল্যানশ্রী, মোঃ কাওসার আলী শেখ,পিতা মৃত্যু শামসুর আলী শেখ, গাওঘড়া, মোঃ ফয়সাল গং পিতা মৃত মোহাম্মদ রুহুল আমিন সেখ কল্যাণশ্রী, আলামিন গোলদার পিতামৃত আলতাফ গোলদার কল্যাণশ্রী, মোহাম্মদ আতাউর রহমান গোলদার গং, পিতা মৃত মাতা নেপালি গোলদার কল্যাণশ্রী,আমিনুল শেখ গং পিতা মৃত আহাদ আলী ভুক্তভোগীরা বলেন দীর্ঘদিন আমরা জমিতে আসতে পারি নাই আমাদেরকে বিভিন্ন ভয়-ভীতি দেখানো হয়েছে জমিতে আসলে আমাদের জীবনা সের হুমকি দেওয়া হয়েছিল, তাই আমরা জমিতে আসতে পারি নাই বর্তমান সরকার সুবিচারের কারণে আমরা আমাদের জমি ফিরে পেয়েছি আমাদের জমিতে ফিরে দখলে আসতে পেরে আমরা খুশি, বিবাদীগণ বিগত সরকারের দলীয় লোক থাকায় আমাদেরকে সব সময় দিয়ে রাখত তাদের মধ্যে উল্লেখযোগ্য নুরুল ইসলাম গোলদার, পিতা মৃত আহাদ আলী শেখ কল্যানশ্রী,আশরাফ গোলদার পিতা আমৃত হাতেম,মোঃ ইমরান হোসেন টিটো,ভুক্তভোগী মোঃ আব্দুর রশিদ গাজী গ্রাম পুলিশ তিনি বলেন আমাদের খতিয়ান নং ৩০২, এস এস সি এস দাগ ৩০,৩১,৩২, ৫৯, ৩৭/৫৯৯, ৪৯, ৭২, ২৯,কৃত্রিম দলিল সৃষ্টি করে এতদিন আমাদের জমি তারা ফসল খেয়ে আসছে বর্তমান সরকার স্বচ্ছ নিরপেক্ষ আইনের সহায়তায় আমরা আমাদের জমি ফিরে পেয়েছি সরকারের প্রতি কৃতজ্ঞ জানা|