ভয়েজ অফ সুন্দরবন।।
বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ওয়েলফেয়ার কর্তৃক অনুমোদিত শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে বিনামূল্যে ভূমিহীন পরিবারের মধ্যে ঔষধ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে বিজয় দিবস উপলক্ষে সুন্দরবন উপকূলীয় সাতক্ষীরা শ্যামনগর উপজেলা রিপোর্টাস ক্লাবের পক্ষ থেকে শ্যামনগর পৌরসভার ৬ নং ওয়ার্ডের বাদঘাটা এলাকার পশ্চিম খালপাড়ের ভূমিহীন পরিবারের মধ্যে বিনামূল্যে এ ঔষধ বিতরণ করা হয়েছে। ঔষধের মধ্যে ছিল, প্যারাসিটামল ট্যাবলেট, এমোডিস ট্যাবলেট, খাবার স্যালাইন, এলার্জির ট্যাবলেট ও গ্যাসের ট্যাবলেট।
এ সময় রিপোর্টার্স ক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক দি ডেলি ইভিনিং নিউজ ও জাতীয় দৈনিক আলোকিত সকালের শ্যামনগর প্রতিনিধি এস কে সিরাজের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের তরুণ আইনজীবী ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন উপদেষ্টা এবং রিপোর্টার্স ক্লাবের আইন উপদেষ্টা এডভোকেট মাসদুল আলম দোহা।
এ সময়ে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি ও জাতীয় দৈনিক মুক্ত খবরের শ্যামনগর প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, দি ডেলি পোস্ট এর প্রতিনিধি রবিউল ইসলাম, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক খুলনা প্রতিদিনের প্রতিনিধি ইয়াসিন আরাফাত, যুগ্ম সাধারণ সম্পাদক ও জাতীয় দৈনিক প্রতিদিনের সংবাদ প্রতিনিধি জি এম মনিরুজ্জামান মিশুক, জাতীয় দৈনিক কালের কন্ঠের প্রতিনিধি মোঃ আজিজুর রহমান, জাতীয় দৈনিক বাংলাদেশের খবর প্রতিনিধি আব্দুল কাদের, জাতীয় দৈনিক মানবকন্ঠের প্রতিনিধি ডাক্তার জিয়াউর রহমান, জাতীয় দৈনিক সকালের সময় প্রতিনিধি আজিজুর রহমান, ভয়েস অফ সুন্দরবন এর প্রতিনিধি রাইসুল মিথুন, দৈনিক সুপ্রভাতের প্রতিনিধি রাজু আহমেদ, ভয়েজ অফ সুন্দরবন এর স্টাফ রিপোর্টার মোয়াজ্জেম হোসেন সাদী, জাতীয় দৈনিক ঢাকার ডাকের প্রতিনিধ তোফাজ্জল হোসেন ও ভুমিহীনদের পক্ষ থেকে লাকি খাতুন প্রমুখ। এসময় প্রধান অতিথি অ্যাডভোকেট মাসুদুল আলম দোহা বলেন, এই এলাকার মানুষের সুপিয় পানি, রাস্তাঘাট সহ নানাবিধ সমস্যায় তারা জর্জরিত, এসময় তিনি রিপোর্টার্স ক্লাবকে ধন্যবাদ জানান এ ধরনের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য, তাদের সকল সমস্যা সমাধানের প্রত্যাশা ব্যক্ত করেন এ্যাডভোকেট মাসুদুল আলম দোহা।
##