রিপোর্ট: ভয়েস অফ সুন্দরবন
সাতক্ষীরার শ্যামনগর উপজেলা নুরনগর বাজারে সরকারি নীতিমালা বহির্ভূতভাবে ও প্লাস্টিক ব্যবহারের অভিযোগে দুটি অটো রাইস মিল মালিক কে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ রনি খাতুন।
জানা গেছে, মঙ্গলবার দুপুরে নুরনগর বাজারে সেমি অটো রাইস মিলে পন্য পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ এর ধারা লঙ্ঘনের অপরাধে ১৪ ধারায় ৩০,০০০ টাকা গ্রাম্যমান আদালতের মাধ্যমে দন্ড প্রদান করা হইয়াছে।
এ সময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ রনী খাতুন।
জরিমানা কৃত রাইস মিলের মালিকগন হলেন, মালিক বক্তিয়ার আহমেদ ও বিজয় কুমার সাহা।
এ বিষয়ে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রনি খাতুন বলেন, শ্যামনগর উপজেলা কে একটি মডেল উপজেলায় রূপান্তরিত করতে সাধারণ মানুষের সহযোগিতা নিয়ে সকল অনিয়ম দুর্নীতি ধীরে ধীরে নির্মূল করার চেষ্টা করা হবে। প্রতিদিন কোন না কোন বাজারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
##