রিপোর্ট: ভয়েস অফ সুন্দরবন
বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি শ্যামনগর উপজেলা শাখার সংশোধিত কমিটির নেতৃবৃব্দ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে গত ২৬ নভেম্বর সকাল ১১ টায় মতবিনিময় করেন। এ সময় সমিতির সভাপতি হাফেজ শহিদুল ইসলাম বলেন,গত ১৪/৯/২০২৪ তারিখ বিসিডিএস সাতক্ষীরা জেলার শাখার কার্যকরী কমিটির সভায় শ্যামনগরে এক বছর মেয়াদী ১৭ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করেন। তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। পরিশেষে শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি সামিউল আজম মনির সমিতির সদস্যদের উদ্দেশ্যে ওষুধ সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উঠিয়ে ধরেন এবং তাদের সঠিক অধিকারের বিষয়ে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। এ সময় শাবননগর উপজেলা প্রেসক্লাবের কর্তব্যরত সাংবাদিকসহ উক্ত সমিতির কার্যকরী কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন।
ছবির ক্যাপশন- শ্যামনগর প্রেসক্লাবে মাত বিনিময়ের সভায় বক্তব্য রাখছেন প্রেসক্লাবের সভাপতি সামিউল আজম মনির