রিপোর্ট: জি এম রাজু আহমেদ
সাতক্ষীরা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোস্তক আহমেদের সাথে শ্যামনগর উপজেলার সরকারি কর্মকর্তা- কর্মচারী ও সুধীজনদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
৫ ই নভেম্বর সোমবার সকাল ১১ টায় শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জীব দাসের সভাপতিত্বে উপজেলা পরিষদ কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময়ে উপস্থিত ছিলেন শ্যামনগর- কালিগঞ্জ এলাকার দায়িত্বরত সেনাবাহিনীর কর্মকর্তা মুশফিক, শ্যামনগর থানার( ভারপ্রাপ্ত কর্মকর্তা) ফকির তায়জুর রহমান,
সাতক্ষীরা -৪আসনের সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, শ্যামনগর উপজেলা বি এন পির সভাপতি আলহাজ্ব মাস্টার আব্দুল ওয়াহেদ , শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল আযম মনির,
বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম, ১১ নং পদ্মপুকুর ইউ পি চেয়ারম্যান আমজাদুল ইসলাম, ১২ নং গাবুরা ইউ/পি চেয়ারম্যান জি এম মাছুদুল আলম, শ্যামনগর সদর ইউনিয়ন ( বর্তমান শ্যামনগর পৌরসভা) সাবেক চেয়ারম্যান শেখ লিয়াকত আলী বাবু, শ্যামনগর সরকারি মহসিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ এ কে এম আব্দুর রহমান , বাংলাদেশ জামায়েত ইসলামী শ্যামনগর উপজেলা শাখার আমীর মাওলানা আব্দুর রহমান, মুন্সীগঞ্জ কলেজের অধ্যক্ষ মোস্তফা আব্দুল হামিদ, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ বিশ্বাস,
এছাড়া শ্যামনগর উপজেলার ইমাম ও পুরাহিত প্রতিনিধি, শ্যামনগর উপজেলার মাধ্যমিক, ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধিগন ।
সাতক্ষীরা জেলা প্রশাসক মতবিনিময় সভায় বিভিন্ন পদের অফিসার ও ব্যাক্তিগনের নিকট হতে উপজেলার বিভিন্ন সমস্যার বিষয় শোনেন এবং সেটি জেলা প্রশাসক মহাদয় নোট নেন এবং সংশ্লিষ্ট ব্যাক্তিকে উপস্থাপনের বিষয় টি নিয়ে উত্তর প্রদান করেন।
সমগ্র অনুষ্ঠান টি অত্যান্ত প্রনোবন্ত হয়ে উঠেছিলো উপস্থিতিদের নিকট।
মতবিনিময় সভা টি সঞ্চালন করেন শ্যামনগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহিনুল ইসলাম।
##