স্বাধীন আলম হোসেন
স্টাফ রিপোর্টার নাটোর
নাটোরের বাগাতিপাড়ায় মনোমহন বিড়ি ফ্যাক্টরি রক্ষায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে ফ্যাক্টরির শ্রমিকরা। বুধবার (৩০ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে এক ঘন্টা ব্যাপী মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা।
প্রায় দেড়’শ জন শ্রমিকের মানববন্ধনে বক্তব্য রাখেন, ওই ফ্যাক্টরির শ্রমিক ফরিদা পারভিন, চায়না খাতুন, ভাসান আলী, লালন আলী ও মহসিন আলী প্রমুখ।
এ সময় তারা অভিযোগ করেন, উপজেলার জামনগর ইউনিয়নের গয়লারঘোপ এলাকায় দীর্ঘ ২২বছর ধরে মনোমহন বিড়ি ফ্যাক্টরিসহ চারটি বিড়ির ফ্যাক্টরি চলছে। এই কাজের অর্থে আমাদের পরিবার চলে। বিড়ি ফ্যাক্টরি এই এলাকায় থাকায় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কোনো ধরনের সমস্যা পূর্বেও হয়নি এবং বর্তমানেও নেই। অথচ নিজেদের ব্যবসা বাড়ানোর জন্য ‘আনি বিড়ি’ কর্তৃপক্ষ মনোমহন বিড়ির ফ্যাক্টরি বন্ধের জন্য উদ্দেশ্য প্রণোদিত ভাবে ষড়যন্ত্র করছে। তাছাড়া, বিভাগীয় কমিশনারসহ বিভিন্ন দপ্তরের অনুমতি নিয়ে মনোমহন বিড়ি ফ্যাক্টরিটি স্থাপন করা হয়েছে।
প্রসঙ্গ, মসজিদের পাশে বিড়ি তৈরি হচ্ছে দাবি করে গত ২৯ অক্টোবর সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে মনোমহন বিড়ি ফ্যাক্টরি বন্ধের বাবিতে মানববন্ধন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করে একটি পক্ষ।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনামিকা নজরুল বলেন, দুই পক্ষের স্মারকলিপি গ্রহন করা হয়েছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।