আশিকুর রহমান,শ্যামনগর প্রতিনিধি:
ঘূর্ণিঝড় “ডানা” আঘাত হানার পূর্বাভাসের ভিত্তিতে সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় শ্যামনগর উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে একটি পূর্বপ্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) বিকেল ৫টায় উপজেলা দলীয় কার্যালয়ে এ সভা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা আমীর মাওলানা আবদুর রহমান।
সভায় ঘূর্ণিঝড়কালীন ও পরবর্তী পুনর্বাসন কার্যক্রম নিয়ে ব্যাপক আলোচনা করা হয়। দলীয় সদস্যদের সতর্ক থাকার পাশাপাশি দুর্যোগপ্রবণ এলাকাগুলোতে জরুরি সহায়তা কার্যক্রম চালানোর জন্য নির্দেশনা দেওয়া হয়। উপস্থিত নেতারা মানবিক দায়িত্ব পালনে সর্বোচ্চ গুরুত্ব আরোপ করেন।
সভায় বিশেষভাবে উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর মাওলানা মঈনুদ্দিন মাহমুদ ও প্রভাষক ফজলুল হক। এছাড়া উপস্থিত ছিলেন সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফা, সহকারী সেক্রেটারি মাস্টার রেজাউল ইসলাম, ওলামা সেক্রেটারি অধ্যক্ষ ওহেদুজ্জামান, অফিস সেক্রেটারি মাওলানা মহসিন আলম, বায়তুল মাল সেক্রেটারি মোসলেম উদ্দীন এবং যুব ও মিডিয়া সেক্রেটারি সাইদি হাসানসহ উপজেলা ও পৌর সংগঠনের নেতৃবৃন্দ।
সভা শেষে দলীয় কর্মীদের সার্বক্ষণিক প্রস্তুত থাকার আহ্বান জানানো হয় এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়।