মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ০৮:২৩ পূর্বাহ্ন

শিরোনাম:
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় শ্যামনগরে স্বেচ্ছাসেবক দলের কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।   বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় শ্যামনগর সিটি ক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির দোয়া অনুষ্ঠান গুরুতর অসুস্থ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল। তারনীপুর, ভেটখালী এলাকার পানি নিষ্কাষনের জন্য ঝুরঝুরি ও হীমখালী খালের সংযোগ স্থলে কালভার্ট নির্মানের জন্য মানববন্ধন অনুষ্ঠিত। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় শ্যামনগর উপজেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত তারনীপুর–ভেটখালী এলাকায় পানি নিষ্কাশনের ও কালভার্ট দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত শ্যামনগরে কিশোরীর জলবায়ু সহনশীল ভবিষ্যৎ প্রকল্পে SRHR অ্যাক্সেস নিশ্চিতকরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে  শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবী এসোসিয়েশনের কমিটি গঠন- সভাপতি সাইফুদ্দিন, সম্পাদক নাঈম শ্যামনগরে জাতীয় প্রানি সম্পদ সপ্তাহ ২০২৫ উপলক্ষে প্রানি সম্পদ প্রদর্দশনীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে  যাদবপুর উত্তর ফুলবাড়িয়া সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসায় শিক্ষক ও অফিস সহকারীর বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

শিক্ষার মান উন্নয়নে কমলনগরে মা সমাবেশ অনুষ্ঠিত 

মোঃ নুর হোসেন
Update Time : মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ০৮:২৩ পূর্বাহ্ন

 

 

মোঃ নুর হোসেন (লক্ষ্মীপুর) প্রতিনিধি-লক্ষ্মীপুরের কমলনগরে শিক্ষার মান উন্নয়নে শিক্ষার্থীদের মানসিক বিকাশের লক্ষে হাজিরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মা সমাবেশ উদ্বোধন ও স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির।

২১ অক্টোবর সকাল ১০টায় বিদ্যালয়ের একটি শ্রেণী কক্ষে আয়োজিত মা সমাবেশে উপস্থিত ছিলেন সাংবাদিক ও অভিভাবক ইউসুফ আলী মিঠু, ফয়েজ মাহমুদ, বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীদের অভিভাবক বৃন্দ। মা সমাবেশে উপস্থিত ব্যক্তিগন বলেন মা ও শিক্ষকগণের সঠিক পর্যবেক্ষণ এবং সে অনুযায়ী সন্তানদের গড়ে তোলার পদ্ধতি অনূসরণ করলে একটি শিশু ভবিষ্যতে সুনাগরিক হিসাবে গড়ে উঠাবে এতে কোনো সন্দেহ নেই। সেক্ষেত্রে মা-সমাবেশের গুরুত্ব অপরিসীম। প্রাথমিক শিক্ষা পদ্ধতিতে নিয়মিত মা-সমাবেশের আয়োজনে একটি শিশুর সঠিক ও সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণে অনন্য ভূমিকা পালন করে থাকে। শিক্ষার মান উন্নয়নে বিদ্যালয় গুলোতে মা-সমাবেশের আয়োজনের উপর জোর দেওয়া উচিত এ ধরণের মা সমাবেশ প্রতিটি বিদ্যালয়ে আয়োজন করার প্রয়োজন। এতে সন্তানদের শিক্ষিত করতে মায়ের ভূমিকা সম্পর্কে আরো সচেতন হবেন তারা। ফলে আমরা শিক্ষিত জাতি হিসেবে বিশ্বে পরিচিতি লাভ করতে সক্ষম হবো।

বিদ্যালয়ে প্রধান শিক্ষক হুমায়ুন কবির অভিভাবকদের উদ্দেশ্য বলেন, আপনারা সব সময় শিক্ষকদের সাথে যোগাযোগ করবেন আপনার শিশু শিক্ষার মান উন্নয়নের জন্য। তিনি আরো বলেন, আপনারা বাচ্চার হাতে মোবাইল দিবেন না, বাচ্চাকে সময় দিন। তার হাতে মোবাইল না দিলে সে এক ঘন্টা কাঁদলেও বাকি জীবন হাসবে, আর যদি এক ঘন্টা কাঁধার কথা চিন্তু করে মোবাইল দেন তবে সে সারা জীবন কাঁদবে। সকল অভিভাবক সহযোগীতা করলে আগামী দিনে আমরা জেলার শ্রেষ্ট শিক্ষা প্রতিষ্ঠান হবো।। এতে আপনাদের সহায়তা প্রয়োজন।