রিপোর্ট: জি এম রাজু আহমেদ
প্রতি বছরের ন্যায় এবারও সাতক্ষীরা সুন্দরবন উপকূলীয় এলাকার খোলপেটুয়া নদীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে সনাতন ধর্মাবলম্বীদের শারদীর দুর্গা উৎসব শেষ হলো।
সুন্দরবনের ভিতর থেকে বের হয়ে আশা খোলপেটুয়া নদীতে হাজার হাজার মানুষের সমাগমের মাধ্যমে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ রোববার শেষ হলো হিন্দু ধর্মলম্বীদের শারদীয় দুর্গা উৎসব।
শ্যামনগর ভাষা শুনে কালীগঞ্জ ও পার্শ্ববর্তী খুলনার কয়রা উপজেলার হাজার হাজার মানুষ বিকাল তিনটা থেকে প্রতিমা বিসর্জনের কার্যক্রম শুরু করে।
এদিকে প্রতিমা বিসর্জনের জন্য সাতক্ষীরা বিভিন্ন উপজেলার সনাতন ধর্ম অবলম্বীরা ট্রলারযোগে শ্যামনগর উপজেলার টাকি নামক এলাকায় অবস্থান নেয়।
এ সময় তারা উলুধ্বনি মাধ্যমে প্রতিমা বিসর্জন দেয় খোলপেটুয়া নদীতে ।
এ সময় তারা নাচ গানও করে থাকে।
প্রতিমা বিসর্জনের মাধ্যমে রোববার শেষ হলো সনাতন ধর্ম অবলম্বীদের শারদীয় দুর্গোৎসব।