এসএম শাহাদাত কালিগঞ্জ সাতক্ষীরা প্রতিনিধিঃ
কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বাবু প্রশান্ত কুমার সরকার (৭৭) পরলোক গমন করেছেন।শুক্রবার ১১ অক্টোবর বেলা সাড়ে ১০ টায় সময় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।জানা যায় তিনি দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত ছিলেন প্রায় একমাস আগে চিকিৎসার জন্য ভারতে যান।সেখানে তার মেয়ের বাসায় থাকতেন। চিকিৎসাধীন অবস্থায় তিনি পরলোক গমন করেন ।বাবু প্রশান্ত কুমার সরকার ২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।মৃত্যুকালে তিনি ৫ মেয়ে দুই স্ত্রী নাতি নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।শুক্রবার ভারতে তার শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন করা হয়।তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দক্ষিণ শ্রীপুর ইউপি'র প্যানেল চেয়ারম্যান আহম্মাদ আলী শাহ সহ সকল ইউপি সদস্যরা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।