মোঃ আহাদুল্লাহ সানা সাতক্ষীরা:
,আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আশাশুনি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন স্ব স্ব ইউনিয়নের দায়িত্বে থাকা ট্যাগ অফিসারবৃন্দ।
বুধবার বিকালে আশাশুনি উপজেলার ১১টা ইউনিয়নের পূজা মন্ডপ পরিদর্শন করা হয়।
এ সময় পূজা মন্ডপের আইনশৃঙ্খলা সহ বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন তারা।
উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায় ও সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন পৃথক পৃথক ভাবে বিভিন্ন ইউনিয়নে পূজা মন্ডপ পরিদর্শন করেন। এসময় তারা পূজা কমিটি, দায়িত্বে থাকা আনসার, ভিডিপি ও গ্রাম পুলিশদের সাথে কথা বলেন এবং সার্বিক পরিবেশ সম্পর্কে কোজ খবর নেন।
কুল্যা ইউনিয়নের বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেন ও নিরাপত্তা সদস্য এবং পূজা উদযাপন পরিষদের সদস্যদের সাথে মতবিনিময় করেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, বুধহাটা ইউনিয়নের ৫টা পূজা মন্ডপ পরিদর্শন ও নিরাপত্তা সদস্য এবং পূজা উদযাপন পরিষদের সদস্যদের সাথে মতবিনিময় করেন উপজেলা সমাজসেবা অফিসার রফিকুল ইসলাম। আশাশুনি সদর ইউনিয়নের বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেন ট্যাগ অফিসার আক্তার ফারুক বিল্লাহ। কাদাকাটি ইউনিয়নের বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেন একাডেমিক সুপারভাইজার হাসানুজ্জামান, শ্রীউলা ইউনিয়নের বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেন মাধ্যমিক শিক্ষা অফিসার আতিয়ার রহমান প্রমূখ।