কোটালীপাড়া প্রতিনিধি : -শেখ কামরুজ্জামান (রানা)।
আজ কোটালীপাড়া থানার হলরুমে কোটালীপাড়া যুব মজলিসের জিম্মাদার কোটালীপাড়া থানা মসজিদের ইমাম আলহাজ্ব হাফেজ মাওলানা বশির আহমেদের নেতৃত্বে নবনিযুক্ত অফিসার্স ইনচার্জ আবুল কালাম আজাদ (ওসি )এর সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচ্য বিষয় মাদকদ্রব্য দূরীকরণ, বাল্যবিবাহ প্রতিরোধ,সমাজ থেকে নারী ও শিশু নির্যাতন বাল্যবিবাহ দূরীকরণ। বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কোটালীপাড়া শাখার ্লোগান ছিল কুড়িতে বুড়ি নয় বিষের আগে বিয়া নয়। এছাড়াও উক্ত মতবিনিময়ে সভায় উপস্থিত ছিলেন মাওলানা আবু নাঈম (মোহতামিম বংকুরা মাদ্রাসা), মাওলানা ছাদআহমেদ, মাওলানা ফয়সাল আহাম্মেদ, মাওলানা মুস্তাফিজ মামুন ও সাব্বির আহমেদ সহ বিভিন্ন মসজিদ-মাদ্রাসার ইমাম ও খতিবসহ শিক্ষকবৃন্দ।