নিজস্ব সংবাদদাতা সাতক্ষীরা,
আজ সকালে ভোমরা স্থলবন্দর দিয়ে ভারতে পালানোর সময় সাতক্ষীরা 33 বিজিবি সদস্যরা তাকে আটক করে।আটক কৃত নাম রাজ্যশ্বর দাস। তিনি সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার সরাফপুর এলাকার মৃত কার্তিক চন্দ্র দাস এর ছেলে এবং জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ। সাতক্ষীরা 33বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আশরাফুল হক জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে ভোমরা স্থলবন্দর এলাকা থেকে ঐ আওয়ামী লীগ নেতা কে আটক করা হয়েছে।তার বিরুদ্ধে অবৈধ অস্ত্র রাখার ও প্রদর্শনের তথ্য পাওয়া গেছে। প্রাথমিক অনুসন্ধানে জানা যায় 2008সালে জাল টাকার একটি মামলা রয়েছে তার বিরুদ্ধে। এছাড়াও তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তার করে এলাকায় চিংড়ি মাছের ঘের দখল আধিপত্য বিস্তার ও দূর্নীতির অভিযোগ রয়েছে বলে জানা যায়।আটক কৃত ব্যাক্তি কে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।