*প্রকাশিত সংবাদের প্রতিবাদ*
গত ২২/৯/২৪ তারিখে দ্যা এডিটরস অন লাইন গনমাধ্যমে প্রকাশিত টাকা তোলা হলো বন্যার্তদের জন্য খরচ হলো নেতাদের পকেটমানি হিসেবে শিরোনামের সংবাদ টি আমাদের দৃষ্টিগোচর হইয়াছে, উক্ত সংবাদে আমাদের জড়িয়ে বিভ্রান্তকর ও ভাবমুর্তি নষ্টকরন সংবাদ প্রকাশ করা হয়েছে। সংবাদটির কোন সত্যতা নেই। উদ্দেশ্য মুলক হইতেছে। আমরা নিম্ম স্বাক্ষরকারীগন উক্ত সংবাদের তীব্রনিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
প্রতিবাদকারী--
১,আলহাজ্ব মোজাম মোল্লা
২,নুর ইসলাম সরদার
৩,ফজলুল হক
৪,রেজাউল মোল্লা
সবাই বিএনপি বুড়িগোয়ালিনী ইউনিয়নের নেতৃবৃন্দ।
শ্যামনগর,সাতক্ষীরা।