স্টাফ রিপোর্টার আব্দুল্লাহ আল মামুন
শ্যামনগর উপজেলায় বৃহস্পতিবার একশনএইড বাংলাদেশ কর্তৃক নিজস্ব অফিসে রিমেলে ক্ষতিগ্রস্ত ঘর মেরামত ও পুননির্মাণের জন্য ৫০টি পরিবারের মধ্যে ৮লক্ষ ১৫হাজার টাকার চেক বিতরণ করা হয়।
শ্যামনগর, রমজাননগর ও আটুলিয়া ইউপির তিন ক্যাটাগরিতে চেক বিতরণ করেন একশনএইড বাংলাদেশ শ্যামনগর অফিসের প্রোগ্রাম ম্যানেজার মো. মোসলেহ উদ্দিন লস্কর।
এ সময় উপস্থিত ছিলেন প্রোগ্রাম অফিসার সেলিম হোসেন, ফিনান্স এন্ড এডমিন অফিসার তাপস কুমার সরদার, ফিল্ড ফ্যাসিলিটেটর মোমিনুর রহমান, কমিউনিটি মোবালাইজার কুমকুম মোস্তারী, জান্নাতুল ফেরদৌস, গৌবর কান্তি বর্মন প্রমুখ।