স্টাফ রিপোর্টার এস এম আসাদ
শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়ন টেংরাখালি গ্রামে মসজিদের জমি ও খেলার মাঠ উদ্ধারের দাবিতে এলাকাবাসি মানববন্ধন করেছেন। এলাকাবাসির দাবি বারি মেম্বর দীর্ঘদিন যাবত পানি উন্নয়ন বোর্ডের জায়গা নিজ ক্ষমতা বলে দখল করে আসছে। ২০১২ সালে পানি উন্নয়ন বোর্ডের জায়গায় স্লুইস গেটটি নতুন জায়গা স্থানান্তরিত হয়। পুরাতন জায়গাটি দক্ষিণ পাশে মসজিদ মাদ্রাসা এবং উত্তর পাশে খেলার মাঠ তৈরি সিদ্ধান্ত গৃহীত হয়। সেই থেকে আব্দুল বারি প্রভাব খাটিয়ে জমি দখলে নেন। ২০২৪ সালের ৫ আগস্ট হাসিনার সরকারের পতনের পর শ্যামনগর উপজেলা ছাত্র সমন্বয়কগণ মাঠ ভরাটের কথা বললে কাজ চলমান থাকে। মাঠ ভরাট চলাকালীন বারী মেম্বর গ্রামের গণ্যমান্য ব্যক্তিকে জড়িয়ে মামলা দায়ের করেন। এলাকাবাসী এই বারি মেম্বরের হাত থেকে রেহাই পেতে এবং জায়গা উদ্ধারের দাবি জানান।