মজনু ই এলাহি
বুধবার সকালে শ্যামনগর উপজেলায় রমজাননগর ইউপির টেংরাখালী যুবকল্যাণ এসোসিয়েশনের পক্ষ থেকে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আল মামুন এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন খাস জায়গার উপর নির্মিত টেংরাখালী ফুটবল মাঠ। মাঠটি ক্ষতিগ্রস্ত হওয়ায় চিত্তবিনোদন থেকে বঞ্চিত হচ্ছে এলাকার যুব সমাজ। বিধায় মাঠটি সংস্কার প্রয়োজন। তিনি বলেন, মাঠটি স্থানীয় যুব স¤প্রদায় মিলে সংস্কারের উদ্যোগ গ্রহণ করলে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ৯ সেপ্টেম্বর-২৪ তারিখে ১৭২৮/২৪ নং পিটিশন মামলা রুজু করেন। রাজনৈতিক প্রতিহিংসা পরায়ন হয়ে এই মিথ্যা মামলায় আমাদের নাম অন্তর্ভুক্ত করেন। তিনি টেংরাখালী যুব কল্যাণ এসোসিয়েশনের পক্ষ থেকে সরকারি খাস জায়গায় নির্মিত মাঠটি বহাল রাখা ও সংস্কার করা এবং একই সাথে ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি কর্তৃক মিথ্যা মামলার দায় থেকে অব্যাহতি পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামানা করেন।