শেখ মারুফ বিল্লাহ :
কালিগজ্ঞ ভ্রাম্মমান প্রতিনিধি:
খুলনায় মহানবী হযরত মুহাম্মদ(সা:) সম্পর্কে কট‚ক্তিকারী উৎসব মন্ডলের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে র্যালী ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে সাতক্ষীরা সরকারি কলেজের সাধারন শিক্ষার্থীবৃন্দ। রোববার(৮ সেপ্টেম্বর) সকালে সরকারি কলেজ প্রাঙ্গনে এই আয়োজন করা হয়।মানববন্ধনে বক্তারা বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশে কোন ধর্মকে নিয়ে কট‚ক্তি সহ্য করা হবে। খুলনায় উৎসব মন্ডল নামের এক যুবক মহানবী হযরত মুহাম্মদ(সা:) সম্পর্কে ফেসবুকে কট‚ক্তি ও বাজে মন্তব্য করেছিলো। তাকে ধরে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।মানববন্ধনে সাধারন শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন রিয়াজ রহমান, সাদিক ইবনে মুজিব, ফয়জুর রহমান, মো: নূরে আলম, মুজাহিদ হোসেন লোহান, মো: সাব্বির হোসেন, হাসিবুল আলম প্রমুখ।