সাতক্ষীরা প্রতিনিধি ।
সাতক্ষীরার আশাশুনির মানিকখালি ব্রিজের সামনে ঘেরের বাসা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।
মৃত যুবকের নাম রাজা সরদার (২০)। তিনি উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা গ্রামের শাহিনুর সরদারের ছোট ছেলে।
নিহতের বড় ভাই বাদশা জানান, বুধবার সন্ধ্যায় বাড়ি থেকে ঘের পাহারা দেওয়ার জন্য বাসায় এসেছিলেন। রাজা সকালে বাড়িতে না আসায় তার বড় ভাই ঘেরে আসেন। এসে দেখেন রাজার গলায় রশি দেওয়া অবস্থায় দরজার সামনে পড়ে আছেন।
আশাশুনির থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জানান, মানিক খালির ব্রিজের নিচে ঘেরের বাসা থেকে একটি যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।
##
শেখ ফরিদ আহমেদ ময়না সাতক্ষীরা।তারিখ---০৬-০৯-২০২৪