মোঃ খোকন মিয়া।
সরাইল, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধ।
আজ ২৮ আগস্ট বুধবার রাতে, ঝিলিকদারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনাটি ঘটে।
স্থানীয় জনতা সকালবেলা স্কুলের গেইট দরজা ভাঙ্গা দেখে প্রধান শিক্ষকে খবর দিলে, প্রধান শিক্ষক এসে চুরির ঘটনাটি নিশ্চিত করেন।
প্রাথমিকভাবে স্কুলের ল্যাপটপ, প্রজেক্টর মেশিন একটি সাউন্ড বক্স ও পুরাতন বৈদ্যুতিক তার চুরি হয়েছে বলে প্রধান শিক্ষক নিশ্চিত করেন।
তবে সবকিছু চেক করার পর আরও কোন কিছু চুরি হয়েছে কিনা জানা যাবে বলে জানান।
তিনি আরো জানান যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।