মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ১১:২০ পূর্বাহ্ন

শিরোনাম:
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় শ্যামনগরে স্বেচ্ছাসেবক দলের কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।   বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় শ্যামনগর সিটি ক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির দোয়া অনুষ্ঠান গুরুতর অসুস্থ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল। তারনীপুর, ভেটখালী এলাকার পানি নিষ্কাষনের জন্য ঝুরঝুরি ও হীমখালী খালের সংযোগ স্থলে কালভার্ট নির্মানের জন্য মানববন্ধন অনুষ্ঠিত। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় শ্যামনগর উপজেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত তারনীপুর–ভেটখালী এলাকায় পানি নিষ্কাশনের ও কালভার্ট দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত শ্যামনগরে কিশোরীর জলবায়ু সহনশীল ভবিষ্যৎ প্রকল্পে SRHR অ্যাক্সেস নিশ্চিতকরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে  শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবী এসোসিয়েশনের কমিটি গঠন- সভাপতি সাইফুদ্দিন, সম্পাদক নাঈম শ্যামনগরে জাতীয় প্রানি সম্পদ সপ্তাহ ২০২৫ উপলক্ষে প্রানি সম্পদ প্রদর্দশনীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে  যাদবপুর উত্তর ফুলবাড়িয়া সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসায় শিক্ষক ও অফিস সহকারীর বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

কমলনগরে জামাত ইসলামির পল্টন ট্র্যাজেডি দিবস পালন

মোঃ নুর হোসেন
Update Time : মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ১১:২০ পূর্বাহ্ন

 

মোঃ নুর হোসেন,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলা শাখা ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। প্রায় ১৫ বছর পর খোলা ময়দানে প্রকাশ্যে আয়োজিত সম্মেলন বিপুলসংখ্যক কর্মীর জমায়েত দেখা গেছে।

শুক্রবার (১৮ অক্টোবর) বিকালে জামায়াতে ইসলামীর জেলার কমলনগর উপজেলা শাখার আয়োজনে হাজির হাট ইউনিয়ন পরিষদের মাঠে ঐতিহাসিক পল্টন ট্র্যাজেডি দিবসে কর্মী সম্মেলনের আলোচনা সভায় ৩ টা থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে কর্মীরা সম্মেলনে যোগ দেন।

 

কমলনগর উপজেলা জামায়াতের (ভাঃপ্রাঃ) আমির মাওলানা আবুল খায়ের সভাপতিত্বে সম্মেলনের প্রধান অতিথির বক্তব্য রাখেন দলের ঢাকা মহানগর উত্তর জামায়াতের সেক্রেটারী ড. রেজাউল করিম।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির রুহুল আমিন ভূঁইয়া, নায়েবে আমির এ আর হাফিজ উল্ল্যাহ,সেক্রেটারি ফারুক হোসাইন নুরনবী,সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা হুমায়ুন কবির, কমলনগর উপজেলা বিএনপি সদস্য সচিব নুরুল হুদা চৌধুরী, জেলা সূরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক মিজানুর রহমান, কেন্দ্রীয় ছাত্র শিবির কর্ম পরিষদ সদস্য ও ঢাকা মহানগর পশ্চিম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

 

এসময় প্রধান অতিথি ও বিশেষ অতিথিসহ বক্তৃতাগন বিগত আওয়ামী লীগ সরকারের গত ১৭ বছরের নির্যাতন জুলুমসহ ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী সন্ত্রাসীদের লগী বৈঠার তান্ডবে গোটা দেশে এক নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি । রাজধানী ঢাকাসহ সারাদেশে আওয়ামী সন্ত্রাসীরা গণহত্যায় মেতে উঠা। ঢাকা মহানগরীতে মানুষ হত্যা করে মৃত লাশের উপর নেচে নেচে উল্লাস প্রকাশ করেছিল খুনিরা। শেখ হাসিনার নির্দেশে পরিচালিত এই নৃশংস হত্যাকান্ডে কেঁদেছে বাংলাদেশ, কেঁেদছে সমগ্র বিশ্ব। সেদিন ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসীরা দেশে মানবিক বিপর্যয় সৃষ্টি করেছিল। তাদের এ মানবতা বিরোধী অপকর্ম বাংলাদেশের ইতিহাসে একটি কালো অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে বলেন।

আমরা এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার মাধ্যমেই প্রতিশোধ নেব। আমরা জানমাল দিয়ে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করে পরকালের মুক্তি নিশ্চিত করতে চাই।