রিপোর্ট : ভয়েস অফ সুন্দরবন
সাতক্ষীরার শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক এস কে সিরাজের পিতার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) এশার নামাজের পর রিপোর্টার্স ক্লাব কার্যালয়ে সংগঠনের নেতৃবৃন্দের উদ্যোগে এই দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাতের সঞ্চালনায় অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শ্যামনগর উপজেলা কোর্ট মসজিদের ইমাম মুহাদ্দিস আব্দুল খালেক সাহেব ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি তোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক ডাঃ জিয়াউর রহমান, কোষাধ্যক্ষ রাজু আহমেদ, ক্রীড়া বিষয়ক সম্পাদক মেহেদী হাসান ত্যাগী, সদস্য হযরত আলী, রাকিবুল্লাহ সোহাগ, মো. আব্দুর রহিম ও অ্যাডভোকেট শহিদুল ইসলামসহ আরো অনেকে।
মোনাজাতে মরহুমের আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।