রিপোর্ট: ভয়েস অফ সুন্দরবন
মহান বিজয় দিবস উপলক্ষে রিডা হাসপাতাল, কালীগঞ্জের উদ্যোগে আজ এক বিশেষ ফ্রি বিশেষজ্ঞ মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে হেলথ কার্ড বিতরণ কর্মসূচি সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাড. মাসুদুল আলম দোয়া, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফর বাংলাদেশ ও সম্মানিত চেয়ারম্যান, রিডা হাসপাতাল, শ্যামনগর, সাতক্ষীরা। তাঁর উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে রোগীদের মাঝে হেলথ কার্ড বিতরণ কার্যক্রম শুরু করা হয়।এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ফাউন্ডার এন্ড সিইও মোঃ আব্দুল্যাহ আল মামুন
এই মেডিকেল ক্যাম্পে নাক–কান–গলা, অর্থোপেডিক, ইউরোলজি, গাইনি, মেডিসিন, জেনারেল সার্জারি, নিউরোসার্জারি ও ডায়াবেটিসসহ বিভিন্ন বিভাগের অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের বিনামূল্যে পরামর্শ প্রদান করেন।
রিডা হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, এই বিশেষ ফ্রি হেলথ কার্ড কর্মসূচির আওতায় মোট ৫০০টি পরিবারকে হেলথ কার্ড প্রদান করা হবে, যা আগামী ৩১ ডিসেম্বর ২০২৫ সাল পর্যন্ত পর্যায়ক্রমে বিতরণ করা হবে। হেলথ কার্ডধারী পরিবারগুলো নির্দিষ্ট সময়ের জন্য চিকিৎসা পরামর্শ, পরীক্ষা-নিরীক্ষা ও সার্জারিতে বিশেষ ছাড়সহ নানা স্বাস্থ্যসেবা সুবিধা উপভোগ করতে পারবেন।
অনুষ্ঠান শেষে অতিথিরা বলেন, এ ধরনের মানবিক উদ্যোগ সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় বড় ভূমিকা রাখবে এবং প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসা গ্রহণ আরও সহজ হবে।
রিডা হাসপাতাল কর্তৃপক্ষ ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক স্বাস্থ্য কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।