রিপোর্ট: ভয়েস অফ সুন্দরবন
সুন্দরবন উপকূলীয় সাতক্ষীরা শ্যামনগরে প্রসাশন ও সমাজসেবা কার্য্যালয় কর্তৃক আয়োজিত দুই দিন ব্যাপি প্রতিবন্ধি মেলার সমাপ্তি ঘোষনা করা হয়েছে।
বুধবার ও বৃহস্পতিবার দুই দিন ব্যাপি এ মেলার শুভ উদ্বোধন করেন, শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলাম।
এ সময় র্যালি,আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন স্টলে প্রতিবন্ধীদের তৈরি বিভিন্ন সামগ্রী প্রদর্শনীয় কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ মেলায় উপজেলার প্রতিবন্ধী সংগঠনের পক্ষ থেকে ১৬ টি স্টল দেয়া হয়, সেখানে তাদের তৈরি বিভিন্ন সামগ্রী তুলে ধরা হয়।
বৃহস্পতিবার বিকাল তিনটার দিকে এ মেলার সমাপ্তি ঘোষণা করেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি ও পৌর প্রশাসক রাশেদ হোসাইন। এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা স্বাথ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জিয়াউর রহমান, ডি আর আর এর নির্বাহী পরিচালক ফরিদা ইয়াসমিন, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক এস কে সিরাজ, সাংবাদিক রনজিৎ বর্মন সহ আরো অনেকে।
এ সময় অতিথি বৃন্দু বিভিন্ন প্রতিবন্ধী সংগঠনের নেতৃবৃন্দের হাতে উপহার হিসাবে ক্রেস্ট তুলে দেন ।
দু'দিনব্যাপী এ সমগ্র অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন।
##