মো: নিয়াজ ফেরদৌস সজিব
ভুক্তভোগী তন্নী আক্তার, মঠবাড়িয়া থানার উদয়তারা গ্রামের বাসিন্দা, ফেসবুকে "ইত্যাদি ফার্নিচার মৌলভীবাজার" নামে একটি পেজের লোভনীয় ফার্নিচারের পোস্ট দেখে প্রতারণার শিকার হন। সেগুন কাঠের খাট, ওয়াল সুকেজ, ওয়ারড্রপ ও ড্রেসিং টেবিল ক্রয়ের আশায় তিনি ৩০,২৫৯ টাকা প্রদান করেন। পণ্যের প্রকৃত বাজারমূল্য ছিল আনুমানিক ১,৫০,০০০ টাকা। প্রতারকচক্র ডেলিভারি ম্যান ও কুরিয়ার সার্ভিসের লোক পরিচয় দিয়ে তন্নীকে প্রতারণার ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নেয়।
প্রতারণার শিকার হওয়ার পর তন্নী আক্তার পুলিশে অভিযোগ করলে পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসেরের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন্স) মোঃ মুকিত হাসান খাঁনের নেতৃত্বে একটি বিশেষ টিম তথ্যপ্রযুক্তির মাধ্যমে নড়াইলের কালিয়ায় প্রতারকদের সনাক্ত করে। সেখান থেকে ৩০,০০০ টাকা উদ্ধার করা হয়। আজ পিরোজপুর জেলা পুলিশের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ভুক্তভোগীর হাতে এই অর্থ তুলে দেওয়া হয়।
তন্নী আক্তার জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, "পুলিশ সত্যিই জনগণের বন্ধু, এই কার্যক্রমের মাধ্যমে তা প্রমাণিত হলো।"